অঙ্গনওয়াড়িতে পায়েস খাইয়ে অন্নপ্রাশন পালন

0
144

সুদীপ পাল,বর্ধমানঃ

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অন্নপ্রাশন হল ছোট্ট শিশুদের।আউসগ্রাম ১ ব্লকের দিগনগর ২ পঞ্চায়েতের ১০৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছয় মাস থেকে নয় মাসের দশটি শিশুর অন্নপ্রাশন হল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউসগ্রাম ১-এর বিডিও চিত্তজিৎ বসু,যুগ্ম বিডিও অর্ঘ্য দে, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মৃণাল কান্তি দাস প্রমুখ।

মায়েদের কোলে বসে মুখে ভাত।নিজস্ব চিত্র

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার সোমা তিওয়ারি বলেন, “মাতৃদুগ্ধের পাশাপাশি ছয় মাস বয়সের পর থেকে একটু শক্ত খাবার শিশুদের দিতে হয়।তা না হলে পুষ্টির অভাব হয়।

অন্নপ্রাশনের মাধ্যমে শিশুদের পায়েস খাইয়ে সেই বার্তা দেওয়া হয়েছে।প্রত্যেক শিশুকে উপহার দেওয়া হয় একটি করে বাটি।” অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি,বাটির মাপে শিশুদের খাবার দেওয়ার জন্য বলা হয়েছে মায়েদের।বনপাড়া অঙ্গনওয়াড়ি,যাদবগঞ্জ মাহালিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের থেকে শিশুদের এখানে আনা হয়।

আরও পড়ুনঃ হোমে অন্নপ্রাশন, পায়েস খাওয়ালেন জেলাশাসক

উল্লেখ্য,রাজ্য সরকারের সমাজ কল্যাণ দফতর থেকে অন্নপ্রাশন দিবস পালন করতে নির্দেশ দিয়েছে।বিডিও জানান,সেই নির্দেশ অনুযায়ী এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হল।প্রতি তিন মাস পর পর সমস্ত কেন্দ্রে এই ধরনের অনুষ্ঠান হবে।

প্রান্তিক আদিবাসী মানুষদের বক্তব্য, ঘটা করে অন্নপ্রাশনের সুযোগ তাঁদের নেই।এই ধরনের অনুষ্ঠান সে সাধ তাঁদের পূরণ হল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here