নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার খাকুড়দা বড়মোহনপুর স্থিত বিশিষ্ট সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গীতি মঞ্জুষা ইংরেজী ২০১৯ সালের ৮ম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে (১৮ই মে ) সম্বর্ধনা প্রদান করল আই আই টি খড়গপুরের রসায়নের স্নাতকোত্তর প্রাক্তনী,খাকুড়দা বড়মোহনপুর হাই স্কুলের রসায়নের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, কবি, নট ও নাট্যকার বঙ্কিম বিহারী মাইতি মহাশয়কে।
গীতি মঞ্জুষা সাংস্কৃতিক কেন্দ্রের বঙ্কিমবাবুকে সম্বর্ধনা প্রদান মূলতঃ তাঁর গ্রামাঞ্চলে শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে দৃষ্টান্তমূলক অবদান রাখার জন্য। ৭৫ বছর বয়সী সংবর্ধিত বঙ্কিমবাবু আবেগপ্রবণ হয়ে বলেন “জীবনে যতদিন বাঁচবো অজ পাড়া গাঁয়ের বিভিন্ন প্রতিকূলতাকে সঙ্গে নিয়ে বেড়ে ওঠা ছাত্র ছাত্রীদের বিজ্ঞান ও সংস্কৃতিমুখী করে তোলার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব,একজন আই আই টি খড়গপুরের প্রাক্তনী,শিক্ষানুরাগী ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে সবুজের চাদরে ঘেরা সাউরী গ্রামের মধ্যে থেকেই ছয় যুগ পার করেছি,আর আমার বুক আনন্দে ভরে যায় যখন প্রণাম করতে এসে ডানা পাখা মেলা বিদেশে গবেষণারত কোন ছাত্র বলে ওঠে: ‘স্যার আপনার কবিতার মাধ্যমে সহজ করে রসায়ন শেখানোর কথা আজও মনে আছে’ আবার কখনো কোনো ছাত্রীর গলায় শুনতে পাই: ‘স্যার আমি আপনার অমুক নাটকে তমুকের ভূমিকায় অভিনয় করেছিলাম’।”
আরও পড়ুনঃ রবীন্দ্র জয়ন্তীতেই দোকানে হালখাতার অনুষ্ঠান ব্যবসায়ীর
প্রচারবিমুখ বঙ্কিমবাবু আরও জানালেন গীতি মঞ্জুষা সাংস্কৃতিক কেন্দ্রের এই সম্বর্ধনা অনুঘটকের মতো কাজ করবে আগামী দিনে আরও সৃষ্টিশীল কাজ করার ক্ষেত্রে।এদিন দর্শকদের উদ্দেশ্যে কবি বঙ্কিম তাঁর প্রকাশিত ‘অঙ্গীকার’ কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অঙ্গদানের মতো গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন এবং সামাজিক বার্তা প্রদান করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584