শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
আজ বর্নপরিচয়ের প্রবর্তক তথা বাঙালির নতুন পথের দিশারি পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মজয়ন্তী পালন হলো।সেই উপলক্ষ্যে সারা রাজ্য জুড়ে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মজয়ন্তী শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে।

আর এই পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মজয়ন্তী দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের দুর্লভপুর এলাকার দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনব ভাবে পালন করা হল।মাতৃভক্ত পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী তারা স্কুলের ক্ষুদে ছাত্রছাত্রীদের মায়েদের সঙ্গে নিয়ে অভিনব ভাবে পালন করল দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়।

প্রথমে তারা প্রভাত ফেরীর মাধ্যমে এই অনুষ্ঠানের সুচনা করেন।এরপর বিভিন্ন বিশিষ্ট জনের উপস্থিতিতে স্কুলের একজন ছাত্রী সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে ২০০ লেখা মোমবাতি নিভিয়ে অনুষ্ঠানের সুচনা করে।
পরে জেলা শিক্ষা আধিকারিক বিমল কৃষ্ণ গায়েন ও জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী বিদ্যাসাগর মহাশয়ের নামে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি পালন করেন।
আরও পড়ুনঃ জেলায় বিদ্যাসাগরের জন্মবার্ষিকী পালন

এই অনুষ্ঠানে জেলা শিক্ষা আধিকারিক বিমলকৃষ্ণ গায়েন ও জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক নির্মলেন্দু তালুকদার,কবি অমল বসু সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
প্রভাত ফেরি ও কেক কাটা ছাড়াও দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ,গান,কবিতার মাধ্যমে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন করে।মায়েদের সঙ্গে নিয়ে অভিনব এই জন্মদিনে উপস্থিত বিশিষ্টজনরা।এই অভিনব উদ্যোগে থাকতে পেরে স্বভাবতই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584