কেশপুরে দলীয় কার্যালয়ে লেনিনের জন্মদিন পালন করলো সিপিআইএম নেতৃত্ব

0
68

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকে কেশপুর বাজারে সিপিআইএম দলের দলীয় কার্যালয়ে ভ্লাদিমির লেনিনের ১৫১ তম জন্মদিন পালন করে কেশপুর ব্লকের সিপিআইএম নেতৃত্ব।

celebrate birthday of lenin in keshpur | newsfront.co
নিজস্ব চিত্র

লেনিনের জন্মদিন পালন অনুষ্ঠানে স্থানীয় সিপিআইএম কর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে অংশগ্রহণ করেছিলেন। সিপিআইএম দলের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে লেনিনের মূর্তিতে শ্রদ্ধা জানানো হয়।

সেই সঙ্গে লেনিনের জন্মদিনে সিপিআইএম দলের পক্ষ থেকে শপথ নেওয়া হয়।রেশনে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয়। সেই সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার জন্য সিপিআইএম দলের আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ গড়বেতায় একাধিক বিষয়ে বিডিও- কে ডেপুটেশন বিজেপির

দলের পক্ষ থেকে দলের সমস্ত শাখা সংগঠনকে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য লকডাউন চলায় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানানো হয়।

কেশপুরের সিপিআইএম নেতারা অসহায় দরিদ্র পরিবারের পাশে তাদের ক্ষমতা অনুযায়ী খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন বলে জানান।

সেই সঙ্গে আগামী কয়েকদিন দরিদ্র অসহায় পরিবার গুলির পাশে থেকে সিপিআইএম দলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও লেনিনের জন্মদিনের অনুষ্ঠানে সিপিআইএম নেতারা জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here