বেলিয়াবেড়াতে গনেশ চতুর্থী উদযাপন

0
45

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

আজ গনেশ পুজো উপলক্ষ্যে ঝাড়গ্রাম জেলার প্রায় প্রতিটি গ্রামেই ধুমধাম করে উদযাপন হচ্ছে এই উৎসব।ঠিক সেইমতো গোপীবল্লভপুর ২নং ব্লকের বেলিয়াবাড়ার ব্যাঘ্রেশ্বর চকে সিদ্ধিদাতা গনেশের পূজা হচ্ছে থিমের মধ্য দিয়ে।

celebrate ganesh chaturthi | newsfront.co
থিম ২০ ফুটের শিবলিঙ্গ।নিজস্ব চিত্র

‘ব্যাঘ্রেশ্বর চক গনেশ পূজা কমিটি’র উদ্যোগে এই পূজো হয়।তাদের গনেশ পুজো এ বছর দ্বিতীয় বছরে পা দিয়েছে।তাদের এই ২য় বছরে থিমের ভাবনায় থেকেছে ‘শিবলিঙ্গ’। প্রায় ২০ফুট উঁচু এই শিবলিঙ্গের গা জড়িয়ে রয়েছে ফনা তোলা সাপ।

উপর থেকে যেন ঝরে পড়ছে দুধ ঠিক এমনই জল ছাড়া হচ্ছে শিবলিঙ্গের গায়ে।শিবলিঙ্গের ভেতরেই হচ্ছে ভগবান গনেশের পূজার্চনা।

এদিন সকালে ফিতে কেটে এই পূজোর উদ্বোধন করেন বেলিয়াবাড়া থানার ওসি সৌরভ ঘোষ।এছাড়াও ক্লাবের সদস্য সহ উপস্থিত ছিলেন গ্রামবাসীরাও। পূজা কমিটির কোষাধ্যক্ষ স্বরুপ পাত্র জানান, “এই বছরের পূজা আমাদের দ্বিতীয় বছরে পা দিল।নতুন কিছু করবো ভেবেছিলাম তাই ভাবনায় আমরা এই ‘শিবলিঙ্গ’ থিম নিয়ে করেছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here