সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ
রাজ্যর অনান্য ব্লকের মতই ১৪ই আগষ্ট কন্যাশ্রী দিবস পালন করল মগরাহাট পশ্চিম বিধানসভা। উস্থির কে সি পি এম ইনস্টিউট হাইস্কুলে কন্যাশ্রী দিবসের উদ্বোধন করেন রাজ্যর সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। উস্থি বাজারে প্রভাতফেরীর শোভাযাত্রায় স্থানীয় ৩৫টি স্কুলের প্রায় দুহাজার পড়ুয়া অংশগ্রহণ করেন।
দক্ষিন ২৪ পরগনার ২৯টি ব্লকের মধ্যে প্রত্যন্ত ব্লক মগরাহাট ১। একসময় বাল্য বিবাহ থেকে শুরু করে অল্প বয়সী মেয়েরা পাচার হয়ে যেত।সংখ্যালঘু অধ্যুষিত এই অঞ্চলের কন্যা শিশুরা নানাভাবে বঞ্চিত হত।
বর্তমানে কন্যাশ্রী প্রকল্পের সহায়তায় এগিয়ে চলেছেন তাজমিনা খাতুন, মমতা সরদার, সোহানা খাতুনের মতো কন্যারা। শিক্ষার আলোকে মাথা উঁচু করে চলছে বাঁচার চেষ্টা।
এদিনের অনুষ্ঠানে বাল্যবিবাহ রোধ করে তিন ছাত্রী পুরস্কৃত হন। পুরস্কৃত তিন কন্যা তাসমিনা মমতা সোহানা।
বিধানসভা এলাকার ৩৫ টি স্কুল থেকে আসা ছাত্রীদের উদ্দেশ্যে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর কন্যাদের উপর জোর দেওয়া হয়েছে।
যাতে করে তারা নিজেরা প্রতিষ্ঠিত হতে পারেন। কন্যাশ্রী দিবসে আজ এগিয়ে এসেছে ছাত্রীরা। বাল্য বিবাহ বন্ধ করায় খুশি অনেকে।
আরও পড়ুনঃ মেধাবী পড়ুয়াদের পুরস্কার প্রদান জলঙ্গীতে কন্যাশ্রী দিবসে
কন্যাশ্রী দিবসে ছাত্রীদের পাশে আছে তাদের অবিভাবকেরাও। নাজিরা, উত্তরকুসুম, উস্থি, এলাকা থেকে বহু মহিলা উদ্ধার হয়েছে কোন নিষিদ্ধ পল্লী থেকে। আজ তারা স্বাবলম্বী হয়েছে শিক্ষার আঙিনায়।
ফলে মগরাহাট পশ্চিম বিধান সভা কন্যাশ্রী প্রকল্প হয়েছে কন্যারত্ন তৈরির সহায়ক।
ইতিমধ্যে ১৪ হাজার কন্যা এই প্রকল্পের আওতায় এসেছে। আরও অনেকে আসবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মুজিবর রহমান, মগরাহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মিনুফা বেগম, সহকারী সভাপতি মানবেন্দু মন্ডল, মগরাহাট ১ ব্লকের বিডিও বিশ্বজিৎ মন্ডল-সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584