অনলাইনে বঙ্কিম জয়ন্তী পালন অনুরাগীদের

0
125

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮২ তম জন্ম জয়ন্তী অনলাইনে পালন করল সৃজন সাহিত্য আসর। অনলাইনে আন্তর্জাতিক স্তরে বেশ কয়েকটি সফল অনুষ্ঠানের পর এবার সাহিত্য সম্রাটকে শ্রদ্ধা জানাল ইসলামপুরের এই সংস্থা।

birth anniversary | newsfront.co
নিজস্ব চিত্র

সংস্থার সম্পাদক সুশান্ত নন্দী জানিয়েছেন, ‘কিংবদন্তি অনেক সাহিত্যিক রয়েছেন, যাদের নিয়ে তেমন কর্মসূচি প্রায় বিরল ঘটনা। সেদিক থেকে সৃজন সাহিত্য আসর একটু আলাদা চিন্তাভাবনা করেছে। কখনো মঞ্চে আবার কখনো বা অনলাইনে তারা নিয়মিতভাবে এ ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠান পরিবেশন করছে।’

আরও পড়ুনঃ দুঃস্থ গর্ভবতী মহিলাদের জন্য এলাহি আহারের আয়োজন

শুক্রবার সকালে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম প্রজন্ম কবি জয়দীপ চট্টোপাধ্যায়। উদ্বোধনের পর অনলাইনেই কবিতাপাঠ ও আলোচনাতে অংশগ্রহণ করেন তিনি।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্কিমচন্দ্রের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন কোচবিহারের কবি লক্ষী নন্দী। উদ্বোধনী সংগীত বন্দেমাতরম পরিবেশন করেন সাত্যকি চক্রবর্তী। বঙ্কিম ও বাংলা সাহিত্য নিয়ে আলোচনায় অংশ নেন কবি সত্যপ্রিয় মুখোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের লেখা গান মাউথ অর্গানে বাজিয়ে শোনান মালদহের শিল্পী সুকল্প সরকার।

বঙ্কিমের স্মৃতি জড়িয়ে রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তার মধ্যে জলপাইগুড়ি অন্যতম। সেখানকার একটি প্রেক্ষাপট “বৈকুন্ঠপুরে বঙ্কিমচন্দ্র”। তা নিয়েও এদিনের আসরে আলোচনা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here