লকডাউন মেনেই পালিত রবীন্দ্র জয়ন্তী

0
67

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী পালিত হল রবীন্দ্র নিলয়ের প্রাঙ্গণে। প্রথমে রবীন্দ্র মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

Rabindranath Tagore | newsfront.co
নিজস্ব চিত্র

উপস্থিত সমস্ত রবীন্দ্রানুরাগী রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেন । উপস্থিত বিভিন্ন শিল্পীরা একটি সমবেত সংগীত পরিবেশন করেন ।

এরপর শহরবাসীকে মহামারী ভাইরাস থেকে রক্ষা করার লক্ষ্যে ও শহরের গরিব পরিবারকে মাস্ক এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

আরও পড়ুনঃ সাদামাটাভাবে রবীন্দ্র জয়ন্তী পালন রায়গঞ্জে

রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগে প্রতিবছর অত্যন্ত সাড়ম্বরে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়ে আসছিল। এবছর লকডাউন পরিস্থিতিতে সেই সব অনুষ্ঠান কাটছাঁট করে গরিবদের পাশে থাকার বার্তা দিয়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হয় ।

রবীন্দ্র স্মৃতি সমিতির সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা বললেন, করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে এই বছর ছোট করে রবীন্দ্র জয়ন্তী পালিত হল।

সামাজিক দূরত্ব বজায় রেখে এবং নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে গরিব দের খাদ্য সামগ্রী প্রদানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্কৃতি জগতের হায়দার আলী, রাজনারায়ণ দত্ত,শতাব্দী গোস্বামী চক্রবর্তী ,সোমা চট্টরাজ,রত্না দে ,রীতা বেরা,অরুণ চট্টরাজ ,ঈশিতা চ্যাটার্জী প্রমূখ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here