পন্ডিত তারানাথ তর্ক বাচস্পতি ২০৭ তম জন্মদিন পালন কালনায়

0
279

শ্যামল রায়, কালনাঃ

কালনা শহরের তেতুলতলা তারানাথ মোড়ে ভারত বিখ্যাত পন্ডিত তারানাথ তর্ক বাচস্পতি ২০৭ তম জন্মোৎসব পালিত হল।

celebrate the birthday of pandit taranath | newsfront.co
নিজস্ব চিত্র

জন্মদিনের প্রাক্কালে তারানাথ বাচস্পতির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন কালনা পুরসভা চেয়ারপার্সন দেবপ্রসাদ বাগ ও কালনা মহকুমা হাসপাতালে সুপার কৃষ্ণচন্দ্র বড়াই।

এছাড়াও মাল্যদান করেন সম্পাদিকা স্বাগতা কর্মকার ও সভাপতি কান্তি লাল দে , বিশিষ্ট কবি কমল দে শিকদার ,কবি অজয় চক্রবর্তী, কবি ও সাংবাদিক শ্যামল রায়, সাংবাদিক তরুণ সেন শিক্ষক দেবপ্রসাদ মন্ডল শিক্ষক ও গবেষক সৌমাল্য মৈত্র প্রমুখ।

আরও পড়ুনঃ কিং খানের জন্মদিন পালন বালুরঘাটে

celebrate the birthday of pandit taranath | newsfront.co
নিজস্ব চিত্র

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সম্পাদিকা ও কবি স্বাগতা কর্মকার বলেন, পন্ডিত তারানাথ তর্ক বাচস্পতি ছিলেন বিদ্যাসাগরের কাছের বন্ধু ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ও কালনা শহরে এসেছেন এবং তারানাথ বন্দোপাধ্যায় এবং বিদ্যাসাগর যৌথভাবে সামাজিক কাজকর্ম করেছেন বলে তিনি উল্লেখ করেছেন।
এছাড়াও বক্তব্য রাখেন কবি কমল দে শিকদার ও কবিতা পাঠ করেন অজয় চক্রবর্তী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here