নবদ্বীপে নৃসিংহ দেবের মহা উৎসব পালন

0
163

শ্যামল রায়,নবদ্বীপঃ

celebrate the festival of nisingro
নিজস্ব চিত্র

শ্রী চৈতন্য সারস্বত মঠ নৃসিংহ দেব পল্লীতে রবিবার নৃসিংহ দেবের মহা উৎসব পালিত হলো।এই মঠের কর্মাধক্ষ মহারাজ নির্মল আচার্য মহারাজ জানিয়েছেন যে মায়াপুর নবদ্বীপের বিভিন্ন মন্দিরের বৈষ্ণবগণ এ দিনকার অনুষ্ঠানে উপস্থিত থেকে মহাপ্রভুর সম্পর্কে বক্তব্য রাখেন। কীর্তন অনুষ্ঠিত হয় এবং রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করে বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছিল।

celebrate the festival of nisingro
নিজস্ব চিত্র

এদিন নৃসিংহদেবের চতুর্দশী উপলক্ষ্যে অনুষ্ঠিত মহোৎসবে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা উপস্থিত থেকে প্রসাদ গ্রহণ করেন বলে জানিয়েছেন মহারাজ।তিনি বক্তব্য রাখতে গিয়ে জানান যে, “ভক্তদের শিক্ষা দিতেই মহাপুরুষরা এবং ভগবানের নির্দেশ আমরা পালন করে থাকি।”

আরও পড়ুনঃ নেপালি সাহিত্য সভার উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন

নৃসিংহদেব তলা চৈতন্য সারস্বত মঠ আগামী দিন বিশ্বের বিভিন্ন প্রান্তে মন্দির তৈরি করে ভগবানের নাম সংকীর্তন প্রচার করবেন বলে জানান মহারাজ নির্মল আচার্য।এদিনের মাহাত্ম প্রচারে ব্রতী হন মঠ কর্তৃপক্ষ ও বৈষ্ণব ভক্তগণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here