শ্যামল রায়,পূর্বস্থলীঃ
বুধবার পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিদ্যানগর গয়া রাম দাস বিদ্যামন্দির স্কুলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সহ এক সাংস্কৃতিক অনুষ্ঠান হলো।
অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভাস বিশ্বাস।উপস্থিত ছিলেন আইটিআই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গার্গী মিত্র সহ শিক্ষক-শিক্ষিকারা।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুযায়ী বিদ্যালয়ের সবুজ বাহিনী এন সি সি বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং প্রশান্ত দাস গুপ্ত কলেজের ছাত্র-ছাত্রী আইটিআই কলেজের ছাত্র-ছাত্রীরা বিশাল মাঠ পরিক্রমা করে এবং তাদের নানান ধরনের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটান অনুষ্ঠানের মধ্যে দিয়ে।বিএড কলেজের ছাত্রীরা সঙ্গীত পরিবেশন করে এবং অন্যান্য ছাত্রছাত্রীরা সঙ্গীত নৃত্য এবং নাটক পরিবেশন করে।
মাঠের মধ্যে একটি নামি গাছ রোপন এর মধ্যে দিয়ে অরণ্য সপ্তাহের শুভ সূচনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভাস বিশ্বাস।উপস্থিত ছিলেন গাছ প্রেমী তরুদি নামে খ্যাত ও বিদ্যালয়ের শিক্ষিকা ইন্দ্রানী দাস।
বক্তব্য রাখতে গিয়ে বিভাস বিশ্বাস জানান যে গাছ প্রকৃতিকে যেভাবে ভারসাম্য রক্ষা করে এবং দূষণের হাত থেকে বাঁচায় সেই ক্ষেত্রে গাছ আমাদের জীবন। তাই গাছ লাগান দূষণমুক্ত পরিবেশ দেখতে পাবো আমরা।একটি গাছ একটি প্রাণ এই শ্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্য নিয়ে এদিন শতাধিক গাছ রোপন করেন বিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে শিক্ষক-শিক্ষিকারা সাথে ছিলেন ছাত্র ছাত্রীরা।
এছাড়াও গাছ লাগানোর কর্মসূচিকে সফল করার জন্য বিদ্যালয় কেন্দ্রিক জায়গা বা দেও গ্রামের বিভিন্ন জায়গায় গাছ লাগানোর উৎসাহ প্রদান করা হবে বলে জানিয়ে দেয়।গাছ লাগানোর উৎসাহ প্রদান করা হবে বলে জানিয়ে দেয়া হয়েছে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে।সাত দিন ধরে এই কর্মসূচি চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584