তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলার করনদীঘির রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যালয়ে পালিত হল ১৬৫তম ঐতিহাসিক হুল দিবস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি কবিতা বর্মন,জেলাশাসক অরবিন্দ কুমার মিনা,অতিরিক্ত জেলাশাসক (সাধারণ),জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দে,পঞ্চায়েত সমিতির সভাপতি,সহসভাপতি সহ জেলার অনেক জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকগন।
আরও পড়ুনঃ খড়্গপুরের ঘাগরায় হুল দিবস উদযাপন
এই অনুষ্ঠানে আদিবাসী মেধাবী ছাত্র ছাত্রীদের, খেলোয়াড়দের,সম্মাননা প্রদান করা হয় ও শংসাপত্র প্রদান করা হয়।
এছাড়া ফুটবল প্রতিযোগিতার ও আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলে ছিল বিভিন্ন সরকারি দপ্তরের স্টল ও পরিষেবা প্রদান।
সাঁওতাল বিদ্রোহের ইতিহাস সংক্রান্ত একটি প্রদর্শনী যার আয়োজন করে তথ্য ও সংস্কৃতি দপ্তর।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584