নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
ডোমকল থানার অন্তর্গত রমনা বসন্তপুর বাসিন্দা বেসরকারি কলেজের ক্যান্টিন মালিক জাহাঙ্গীর আলমের স্ত্রী নিলুফার বিবি দুই বছর পূর্বে সন্তান প্রসবের উদ্দেশ্যে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন।সেখানে চিকিৎসকদের পরামর্শ মত আলট্রাসনোগ্রাফি রিপোর্টে ধরা পড়ে গর্ভস্থ শিশুর গলব্লাডারে স্টোন।ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে শিশুর জীবন।
তৎক্ষনাৎ তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে নিলুফার বিবি সন্তানের জন্ম দিলেও সদ্যোজাতর জীবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।প্রয়োজন হয়ে পড়ে আরও একটি অস্ত্রোপচারের কিন্তু সে পরিকাঠামো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে না থকায় দিশেহারা জাহাঙ্গীর সংবাদমাধ্যমের সাহায্য নেন।বিভিন্ন সংবাদমাধ্যমে সে খবর প্রকাশিত হয়।
আরও পড়ুনঃ আনন্দ পুরস্কার প্রাপ্ত নলিনী বেরার জন্মদিন উদযাপনে সাহিত্য আড্ডা ‘দণ্ডভুক্তি’ পরিবারের
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মুখ্যমন্ত্রীর নজরে আসতেই জেলা প্রশাসনকে চিকিৎসার বিষয়ে উদ্যোগী হতে নির্দেশ দেন।মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসাপাতালে সফল অস্ত্রোপচারে প্রাণ ফিরে পায় সেদিনের সদ্যোজাত।
আজ সে দুই বছরের নুসরাত।ঝুঁকি কাটিয়ে স্বাভাবিকভাবেই বড় হয়ে উঠছে।সেদিন মুখ্যমন্ত্রীর তৎপরতায় কন্যার জীবন রক্ষা হয়।কন্যার পিতা জাহাঙ্গীর আলম মা নিলুফার বিবি তাই কৃতজ্ঞ।সেই কৃতজ্ঞতাই কন্যার দ্বিতীয় জন্মদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেছেন নুসরাতের পিতামাতা।একই সাথে সংবাদমাধ্যমের প্রতিও প্রকাশ করেছেন কৃতজ্ঞতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584