নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কেউবা প্রস্তাব দিল,স্কুলের ছাদে জলাধার নির্মাণ করে সেই জলকে ভূ-গর্ভে রিচার্জ করার,কেউবা দিল পৌর এলাকার জলের ভেঙে যাওয়া ট্যাপগুলো সারিয়ে ফেলার পরামর্শ।
মেদিনীপুর শহরের হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলের প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে এইরকমই নানা ভবিষ্যৎ-পরিকল্পনা সামাজিক দায়িত্ববোধের কথা জানালো ছাত্রছাত্রীরা।তাদের স্বরচিত লেখা প্রবন্ধে।
মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এই প্রতিযোগিতা হয় সোমবার। আর, সপ্তাহের শেষ দিন তথা শনিবার স্কুলের ইকো ক্লাবের উদ্যোগে পালিত হল বৃক্ষরোপণ ও অরণ্য সপ্তাহ।পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে, সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে পৌর এলাকায় এক শোভাযাত্রার আয়োজন করা হয়।শোভাযাত্রায় অংশ নেয় ছাত্রছাত্রীদের সঙ্গে স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।
ছাত্রছাত্রীদের চারাগাছ বিতরণ করা হয় স্কুলের তরফ থেকে। স্কুলের প্রধান শিক্ষিকা মালা মজুমদার জানান, “প্রবন্ধ প্রতিযোগিতায় নবম দশম শ্রেণির ২৫ জন ছাত্রছাত্রী অংশ নেয় প্রবন্ধ প্রতিযোগিতায় ।
আরও পড়ুনঃ অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কামাখ্যাগুড়িতে
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে আমরা পুরস্কৃত করেছি। ” স্কুলের ইকোক্লাবের সম্পাদক তথা সহশিক্ষক প্রদীপকুমার দাস জানান, “পরিবেশ রক্ষায় আমাদের দায় এড়িয়ে যেতে পারি না।আগামী দিনে এই ধরনের নানাবিধ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584