স্কুলের ইকো ক্লাবের উদ্যোগে অরণ্য সপ্তাহ উদযাপন

0
146

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

কেউবা প্রস্তাব দিল,স্কুলের ছাদে জলাধার নির্মাণ করে সেই জলকে ভূ-গর্ভে রিচার্জ করার,কেউবা দিল পৌর এলাকার জলের ভেঙে যাওয়া ট্যাপগুলো সারিয়ে ফেলার পরামর্শ।

মেদিনীপুর শহরের হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলের প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে এইরকমই নানা ভবিষ্যৎ-পরিকল্পনা সামাজিক দায়িত্ববোধের কথা জানালো ছাত্রছাত্রীরা।তাদের স্বরচিত লেখা প্রবন্ধে।

celebrate the tree planting weeks | newsfront.co
নিজস্ব চিত্র

মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এই প্রতিযোগিতা হয় সোমবার। আর, সপ্তাহের শেষ দিন তথা শনিবার স্কুলের ইকো ক্লাবের উদ্যোগে পালিত হল বৃক্ষরোপণ ও অরণ্য সপ্তাহ।পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে, সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে পৌর এলাকায় এক শোভাযাত্রার আয়োজন করা হয়।শোভাযাত্রায় অংশ নেয় ছাত্রছাত্রীদের সঙ্গে স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।

celebrate the tree planting weeks | newsfront.co
পরিবেশ সচেতনতার লক্ষ্যে শোভাযাত্রা।নিজস্ব চিত্র

ছাত্রছাত্রীদের চারাগাছ বিতরণ করা হয় স্কুলের তরফ থেকে। স্কুলের প্রধান শিক্ষিকা মালা মজুমদার জানান, “প্রবন্ধ প্রতিযোগিতায় নবম দশম শ্রেণির ২৫ জন ছাত্রছাত্রী অংশ নেয় প্রবন্ধ প্রতিযোগিতায় ।

আরও পড়ুনঃ অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কামাখ্যাগুড়িতে

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে আমরা পুরস্কৃত করেছি। ” স্কুলের ইকোক্লাবের সম্পাদক তথা সহশিক্ষক প্রদীপকুমার দাস জানান, “পরিবেশ রক্ষায় আমাদের দায় এড়িয়ে যেতে পারি না।আগামী দিনে এই ধরনের নানাবিধ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here