তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভা ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যৌথ উদ্যোগে কালিয়াগঞ্জ বিবেকানন্দ পৌর ভবনে অনুষ্ঠিত হল বিশ্ব পরিবেশ দিবস উদযাপন।জানা যায় গত ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবসের মূল অনুষ্ঠান বিজ্ঞান মঞ্চের রায়গঞ্জ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।কালিয়াগঞ্জের প্রথম পর্বের অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কীয় একটি সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
বিশ্ব পরিবেশ দিবসের প্রাসঙ্গিকতা ও তার ভাবনা নিয়ে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলার সভাপতি বিমল সেন,বিজ্ঞান মঞ্চের রাজ্য সহ-সম্পাদক অঞ্জন মজুমদার,জোনাল সভাপতি সুকান্ত গুহ,সহ-সভাপতি কার্তিক পাহান,পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক তপন কুমার চক্রবর্তী।
আরও পড়ুনঃ বালুরঘাটে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস
দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে একটি অঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য মিছিল কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে বলে জানা যায়।মিছিলের স্লোগান ছিল “পরাস্ত কর বায়ু দূষণ বুক ভরে টেনে নাও জীবন”।পরিবেশ সম্বন্ধে সচেতনতা বাড়াতে এই দিন উদযাপন বলে জানান কর্মকর্তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584