ইটাহার ড.মেঘনাদ সাহা কলেজে পরিবেশ দিবস পালন

0
118

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

celebrate the world environment day in college
নিজস্ব চিত্র

গত ৫ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস।কলেজ ছুটি থাকায় ইটাহারের ড.মেঘনাদ সাহা কলেজ দিনটি উদযাপন করতে না পারায় ১১ জুন মঙ্গলবার তারা পরিবেশ দিবস পালন করল। তিনটি পর্বে এদিনের কর্মসূচি সাজানো হয়েছিল।বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এদিন ইটাহার বাসস্টান্ড থেকে সকাল ৮.৩০ টায় শুরু হয় ‘পরিবেশের জন্য হাঁটা’ কর্মসূচি।

বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী,অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও পরিবেশপ্রেমী লোকজন এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন।পরিবেশ রক্ষা ও সচেতনতার বার্তাযুক্ত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে হাঁটতে থাকেন অংশগ্রহণকারীবৃন্দ।

celebrate the world environment day in college
পরিবেশ দিবস পালন উপলক্ষ্যে পদযাত্রা।

কলেজের উপাধ্যক্ষ ড. মুকুন্দ মিশ্রের স্বাগত ও উদ্বোধনী ভাষণের পর শুরু হয় পরিবেশের জন্য পথ চলা।এদিন রাস্তায় উৎসাহী জনগণের ভীড় ছিল দেখার মত।তারা এই উদ্যোগকে সাধুবাদ জানান।কলেজের প্রশাসক অধ্যাপক সুব্রত সাহা এই কর্মসূচির সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

আরও পড়ুনঃ বিশ্বপরিবেশ দিবস উদযাপন কালিয়াগঞ্জে

রাস্তায় দাঁড়ানো গ্রামবাসীদের পরিবেশ বিষয়ে সচেতন করার পাশাপাশি তাদেরকে কলেজের পক্ষ থেকে চকোলেট দেওয়া হয়।সামনের মাইকে সর্বানী গিরি মুখার্জি ঘোষণা করে চলেছেন পরিবেশ দূষণ ও তার প্রতিকার সম্পর্কে নানা বিষয়াদি।মাঝে মাঝে পরিবেশ রক্ষা সংক্রান্ত নানা স্লোগান শোনা যাচ্ছিল।ছিল প্লাস্টিক বর্জনের বার্তা, গাছ লাগানোর আবেদন।

পদযাত্রা কলেজে পৌছালে সেখানে ছিল ছোট্ট আলোচনা চক্র।আলোচনা চক্রে বক্তব্য পেশ করেন কর্মসূচির আহবাহক অধ্যাপক দরীন সরকার, শিক্ষাকর্মী বিকাশ চক্রবর্তী,অধ্যাপিকা ড. আইরিন শবনাম,পরিবেশ নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন অধ্যাপক সুকুমার বাড়ই, পরিশেষে উপাধ্যক্ষ ড. মুকুন্দ মিশ্র তাঁর সমাপ্তি ভাষণে বিশ্ব উষ্ণায়ণ বিষয়ে আলোকপাত করেন।

আলোচনা চক্রের পরে শুরু হয় বৃক্ষরোপন কর্মসূচি। অধ্যাপক -অধ্যাপিকা,ছাত্র- ছাত্রীরা এই বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। আগামীতে জুলাই মাসে অরণ্য সপ্তাহ পালন উপলক্ষ্যে কলেজের হোস্টেল প্রাঙ্গণে আরও বেশি করে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে বলে জানালেন কলেজ কর্তৃপক্ষ।আলোচনা চক্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক সুকুমার বাড়ই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here