রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ
পূর্ব বর্ধমানের দাঁইহাট পৌরসভার পাতাইহাটের সেবা সংঘের পরিচালনায় ৩০ শে ডিসেম্বর ও ৩১ শে ডিসেম্বর দুদিনের বাৎসিরক সাংস্কৃতিক ও বর্ষবরণ উৎসব শুরু হয়েছে সেবা সংঘের সন্নিকটে মাঠে।সোমবার পুরস্কার বিতরণী,বস্ত্র বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল কুমার মণ্ডল,দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান শিশির কুমার মণ্ডল,রাজ্যের প্রাক্তন পুলিশ অধিকর্তা অরিন্দম আচার্য,বিশিষ্ট সাংবাদিক নির্মল গোস্বামী, বর্ধমান জেলার প্রাথমিক তৃণমূল শিক্ষা সেলের সভাপতি তপন পোড়েল,মহকুমা প্রাথমিক তৃণমূল শিক্ষা সেলের সভাপতি সেখ আবুবকর,বিশিষ্ট সমাজসেবক অরিন্দম ব্যান্নার্জ্জী,বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাধানাথ ভট্টাচার্য,পৌরসদস্যা সুজাতা বিশ্বাস, বিশিষ্ট শিক্ষক উমানাথ ভট্টাচার্য,বিশিষ্ট সমাজসেবী ননিগোপাল কুণ্ডু,বিশিষ্ট সমাজসেবী অমরচাঁদ কুণ্ডু,ক্লাবের সভাপতি পরেশচন্দ্র ঘোষ সহ অনেকেই। সংগীত, নৃত্য, আবৃত্তি, কুইজ সহ প্রভৃতি অনুষ্ঠানের সফল প্রতিযোগিদের পুরস্কৃত করা হয়।এই অনুষ্ঠান দেখার জন্যে ভীড় করেন দাঁইহাট শহরের মানুষজন। রাত্রিতে আতসবাজির প্রদর্শনী রয়েছে।সেবা সংঘের এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দাঁইহাট শহরের মানুষজন।
আরও পড়ুন: মেঠো সুর আর ধামসা মাদলের তালে বর্ষবরণ শিউলিবনায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584