নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বুধবার ছিল বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস।এই দিনটি গুরুত্ব সহকারে পালিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে।বিদ্যালয়ের স্বামী বিবেকানন্দ মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেছিল পশ্চিম মেদিনীপুরের জেলা আইনী পরিষেবা দফতর ।সহযোগিতায় ছিল মৌপালের জাতীয় সেবা প্রকল্প বিভাগ।
উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সম্পাদক সম্রাট রায়,পাবলিক প্রসিকিউটর গৌতম মল্লিক,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.প্রসূনকুমার পড়িয়া,আহ্বায়ক পবন রাণা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।অনুষ্ঠানে ছাত্র- ছাত্রীদের সামনে নানা সচেতনতামূলক বার্তা ও শিশু শ্রম বিষয়ক নানা তথ্য তুলে ধরা হয়।
এবিষয়ে নানা রকম পরামর্শ দান করেন উপস্থিত অতিথিবৃন্দ।অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ শিক্ষিকা আল্পনা ভুঁইয়া।এরকম প্রয়োজনীয় মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রধান শিক্ষক সংশ্লিষ্ট দফতরকে ধন্যবাদ জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584