পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে উদ্যোগী যুবকরা

0
82

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস দিনটি সাড়ম্বরে পালিত হয়েছে গোটা দেশ জুড়ে। বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস নির্গমন আর প্রচুর পরিমাণ ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিষ্কাশনের ফলে দিন দিন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ।

boys | newsfront.co
নিজস্ব চিত্র

সেই সঙ্গে পরিবর্তিত হচ্ছে পৃথিবীর বায়ুমন্ডল এবং জলবায়ুর। যার ফলাফল স্বরূপ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে দেশের প্রায় ৪৬টি বনভূমি ভয়াবহ দাবানল কারণে আজ ধ্বংসের পথে। পরিবেশ তথা পৃথিবী জীবকূল রক্ষায় শুক্রবার সচেতনতামূলক উদ্যোগ নিতে এগিয়ে এল এলাকার যুবকরা।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত চকচাঁদপোতা গ্রামের কয়েকজন যুবকরা প্রতিনিয়ত চেষ্টা করে চলছেন মানুষের সেবায়। সেই সাথে আজ প্রাকৃতিক সম্পদ রক্ষায় এলাকার গুনীজন থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেন তারা।

আরও পড়ুনঃ বীরভূমে প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপণ অনুষ্ঠান

এলাকার ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয়। তারপর বিশ্ব পরিবেশ দিবস নিয়ে হয় আলোচনা সভা। এলাকার ছাত্র-ছাত্রীদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত সদস্য গোবিন্দ সাম নোন্ত, মদন গুছাইৎ, রাধাকান্ত সামন্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্যোক্তা পক্ষে শ্রীকৃষ্ণ মাইতি বলেন, ‘কিছুদিন আগে ভয়াবহ ঘুর্ণিঝড়ের তান্ডবে এলাকার হাজার হাজার গাছ ভেঙ্গে পড়েছে। তাই আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে এই ধরনের উদ্যোগ নিয়েছি।

আমাদের এই কর্মসূচীতে সহযোগিতা করার জন্য নিমতৌড়ী তমলুক উন্নয়ন সমিতি কর্মকর্তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।’ তিনি আরো বলেন, ‘যুব সমাজকে এই ধরনের উদ্যোগ আরো বেশি করে নিতে হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here