নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
অন্ধ বিকলাঙ্গ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে নিজের কন্যা সায়ন্তিকা সেনের পঞ্চম বার্ষিকী জন্মদিন পালন করলেন বাবা তারক নাথ সেন,দাদু হরিপদ সেন,ঠাকুমা উত্তরা সেন উৎসাহ দেন।বড়দিনের সকালে মেদিনীপুরের পালবাড়ি এলাকায় মেদিনীপুর রিহ্যাবিলিটেশন সেন্টারে জন্মদিনের অনুষ্ঠান হয়।বেলুন, রঙিন কাগজ, মোমবাতি জ্বালিয়ে , কেক কেটে,টুপি পরিয়ে জন্মদিন পালন করা হয়।কেক কাটা হয়। প্রদীপ জ্বেলে, মাথায় ধান,দূর্বা দিয়ে শিশুকে আশীর্বাদ করেন বড়রা।বিশেষ চাহিদা সম্পন্ন ও শিশু শ্রমিক ক্ষুদে পড়ুয়াদের হাতে কেক, চকোলেট,খাতা, পেন্সিল,স্কেল তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন সেন্টারের সভাপতি চিত্তরঞ্জন মুখার্জি, আইনজীবী গৌতম মল্লিক,অমিত কুমার সাহু, অধ্যাপক সন্দীপ সিনহা,কৃষ্ণপদ সামন্ত।
আরও পড়ুন: দীপকের খুনী ধরার দাবীতে তৃণমূল ছাত্র পরিষদের অবরোধে নাস্তানাবুদ পর্যটক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584