আদিবাসী নৃত্য গান নাটকে হুলদিবস উদযাপন গলসিতে

0
305

সুদীপ পাল,বর্ধমানঃ

গলসি ২ ব্লকে ভুরি পঞ্চায়েতের ভেঁপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে পঞ্চায়েতের উদ্যোগে পালিত হল হুল দিবস। খন্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, তৃনমুল ব্লক সভাপতি বাসুদেব চৌধুরী, গলসি ২ ব্লকের বিডিও শঙ্খ বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। বিধায়ক নবীন চন্দ্র বাগ বলেন বৃটিশদের বিরুদ্ধে আদিবাসিদের লড়াই থেকে শিক্ষা নিতে হবে।  হুল দিবসের তাৎপর্য সম্পর্কে জানা যায়,  ১৮৫৫ সালের ৩০ জুন বিহারের ভগনাডি মাঠে সাঁওতাল জানজাতি ও অন্য পিছিয়ে পড়া শ্রেণির মানুষেরা সিধু ও কানু মুর্মুর নেতৃত্বে ইংরেজ শাসকদের দেশ ছাড়া করার শপথ নেন।

নিজস্ব চিত্র

ইংরাজ শাসকদের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রাম শুরু করেন তাঁরা। পরে কানুকে ফাঁসি দেওয়া হয় আর সিধুকে গুলি করে মেরে ফেলে ইংরেজ সিপাহিরা । তাদেরই স্মরনে প্রতিবছর পালিত হয় হুল দিবস। হুলে সাঁওতালরা পরাজয় বরণ করলেও তারা শোষকদের কাছে আত্মসমর্পণ করেনি। তারই ধারাবাহিকতায় তেভাগা আন্দোলন ও আমাদের স্বাধীনতাযুদ্ধে সাঁওতালদের অবদান অবিস্মরণীয়।

এদিন আদিবাসী নৃত্য, গান, নাটক, ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে হুল দিবস পালন করলেন পঞ্চায়েতের আদিবাসীরা। আনন্দ উৎসবে যোগ দিল গোটা গ্রাম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here