পূর্বস্থলীতে কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন

0
51

শ্যামল রায়, পূর্বস্থলীঃ

লকডাউনের মধ্যেও সোমবার সাড়ম্ভরে পালিত হল বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্মজয়ন্তী। এদিন রাজ্যের অন্যতম মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ পূর্বস্থলী এক নম্বর ব্লকের দামোদর পাড়া শান্তি ও মানসিক বিকাশ কেন্দ্রের অনাথ আশ্রমে বিদ্রোহী কবির জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দেন।

Kazi Nazrul Ishlam | newsfront.co
নিজস্ব চিত্র

বিদ্রোহী কবির প্রতিকৃতিতে মাল্যদান এবং কবি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের একাত্মবোধের কথা তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ হেমতাবাদের কোয়ারেন্টাইন সেন্টারে শুকনো খাবার বিলি করলেন যুব সভাপতি

এদিন তিনি বলেন, ‘বিদ্রোহী কবি কাজী নজরুল ছিলেন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ধর্মের ঊর্ধ্বে ওঠা একজন মানুষ। তার এই জীবন দর্শন আমাদের সকলকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে। তার সহধর্মিনী আমাদের দিয়ে দেখিয়ে দিয়েছিলেন, ধর্ম নয় মনুষ্যত্বের পরিচয় বড় ধর্ম। একদিকে ইদ, অন্যদিকে বিদ্রোহী কবির জন্মজয়ন্তী, এই দুইয়ের মেলবন্ধনে একাকার হয়ে গেছি আমরা।’ এদিন অনাথ আশ্রমের শিশুরা বিদ্রোহী কবিকে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান। সেই সঙ্গে কবির লেখা সংগীত পরিবেশন করেন আশ্রমিকরা। কবির জীবন দর্শন নিয়েও আলোচনা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here