পিয়ালী দাস, বীরভূমঃ ২৫শে বৈশাখের মেঘলা সকালে আবারো উজ্জ্বল হলেন, চিরদিনের রবীন্দ্রনাথ। বুধবার সকালে থেকে নিজস্ব ঘরানায় রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করল শান্তিনিকেতন। আজ ভোরবেলা বৈতালিক দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে উপাসনা গৃহে বৈদিক মন্ত্রোচ্চারণ, রবীন্দ্রনাথের গান, কবিতা আর প্রার্থনার মধ্যে দিয়ে বিশেষ অনুষ্ঠানের শুরু হয়। এর পৌরহিত্য করেন বিশ্বভারতীর দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপিকা সবুজ কলি সেন।
এদিন রবীন্দ্র জন্ম উৎসব উপলক্ষ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হওয়া রবীন্দ্রনাথের জন্ম উৎসবের স্থির চিত্র নিয়ে ‘গগনে গগনে রবি’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। আম্রকুঞ্জ সংলগ্ন মাধবী বিতানে ছাত্র ছাত্রীরা গানে কবিতায় শ্রদ্ধা জানায় কবিগুরুকে।
২৫ বৈশাখ উপলক্ষে শান্তিনিকেতনে এখন পর্যটকদের ঢল নেমেছে। অন্যদিকে আজ সকালে বোলপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বোলপুর উচ্চ বিদ্যালয়ে কবি প্রণামের আয়োজন করা হয়েছিল। কথায়, গানে কবিতায় জন্মদিনে শ্রদ্ধা জানানো হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কে। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুশোভন ব্যানার্জি, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী সহ বিশিষ্ট জনেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584