শ্যামল রায়,কালনাঃ
রবিবার ছিল স্বাক্ষরতা দিবস কালনা ২ নং ব্লকে বিশ্ব স্বাক্ষরতা দিবস উদযাপিত হল। এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রণব রায় সহ অনেকে। এছাড়াও পূর্বস্থলী ১ নম্বর ব্লকের উদ্যোগে ও বিশ্ব স্বাক্ষরতা দিবসে আলোচনা সভা এবং পথ পরিক্রমা করা হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সদস্য পরিমল দেবনাথ প্রমুখ মিছিলে অংশ নিয়েছিলেন।
এছাড়াও পূর্বস্থলী ২ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিশ্ব স্বাক্ষরতা দিবস উদযাপিত হয়।
এদিন পাটুলি রেলস্টেশন থেকে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে বিশ্ব স্বাক্ষরতা দিবসের একটি বর্ণাঢ্য মিছিল এলাকায় পরিক্রমা করে।
উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিক বাগসি, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তপন চট্টোপাধ্যায় যুগ্ম আধিকারিক প্রদীপ সরকার বৈতরনী ঘোষ ফখরুদ্দিন মন্ডল গোপেশ্বর মন্ডল সহ অনেকে।
স্বাক্ষরতা দিবসে সকলেই অঙ্গীকারবদ্ধ হোন এবং বক্তব্য রাখতে গিয়ে বলেন স্বাক্ষরতার মধ্যে দিয়েই সামাজিক উন্নয়ন যেমন ঘটে দেশের উন্নয়নও হয়।
স্বাক্ষরতার মধ্যে দিয়েই মানুষ জানতে শিখতে বুঝতে পারে।
আরও পড়ুনঃ বালুরঘাটে চিত্র প্রদর্শনীর আয়োজন
ইতিমধ্যে বর্ধমান জেলা পূর্ণ স্বাক্ষর ঘোষণা হয়েছে। তবু আমাদের স্বাক্ষরতার পাশাপাশি সকলকে সচেতন হওয়া দরকার বলে জানিয়ে দিয়েছেন এদিন কার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584