শালবানীতে ‘আমারাই মোহনবাগান পরিবার’-এর অনুষ্ঠান

0
110

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

celebration of mohun bagan family in Salbani
নিজস্ব চিত্র

মোহনবাগানের ফ্যান ক্লাব ‘আমরাই মোহনবাগান পরিবার’-এর বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুরের শালবনীর প্রত্যন্ত ভালুকশোল প্রাথমিক বিদ্যালয়ে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরাই মোহনবাগান পরিবারের সভাপতি সৌগত ঘোষ,শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ী, কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ সহ বিশিষ্ট জনেরা।শালবনী ব্লক প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফে এই অনুষ্ঠান কে সাফল্যমন্ডিত করতে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব কৃষ্ণেন্দু বিষই, জেলা নেতৃত্ব অর্ঘ্য চক্রবর্তী, পূজা চ্যাটার্জী, নম্রতা খাঁ, প্রতিমা সর্দার, সুনীল মূর্মু প্রমুখেরা। শালবনী সদর উত্তর চক্রের তরফে তন্ময় সিংহ স্বাগত ভাষনে সমস্ত ছাত্রছাত্রীদের ও সংস্থার সকলকে এবং উপস্থিত নেতৃত্ব কে ধন্যবাদ জানান।খেলা পরিচালনা করেন অঞ্চলের শিক্ষাবন্ধু গৌতম ঘোষ। আজকের অনুষ্ঠানে ভাউদি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও বিষ্ণুপুর গ্রামের ভূমিপুত্র অবসরপ্রাপ্ত শিক্ষক অমরেন্দ্র নাথ কোলেকে তার শিক্ষক জীবনের অবদান স্বরূপ সম্মাননা প্রদান করেন কলকাতার “আমরাই মোহনবাগান পরিবার”। সংস্থার তরফে সৌগত ঘোষ জানান জঙ্গলমহল এলাকায় শিক্ষার প্রসারে অমর বাবুর ভূমিকার জন্য তিনি তাকে সম্মাননা প্রদান করতে পেরে গর্বিত। এখানে উল্লেখ্য আগের দুবছরের মত,এবারও তৃতীয় বর্ষেও আমরাই মোহনবাগান পরিবার আসছে জঙ্গলমহলে। আগের দুবছর আদিবাসী অধ্যুষিত শালবনী ৩ নং অঞ্চলের কোমরবাঁধ প্রাথমিক ও ৯ নং কাশীজোড়া বরজু প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবছর এই সমাজসেবা মূলক অনুষ্টানটি শালবনী ২ নং বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ভালুকশোল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে হয়।এই অনুষ্ঠানে এলাকার চারটি স্কুল ভালুকশোল প্রাথমিক,বাঁশবান্দি প্রাথমিক, চুয়াশোল প্রাথমিক ও রামনগর শিশুশিক্ষার সমস্ত ছাত্র ছাত্রীদের প্রায় ১৪০ জনকে শীতের সামগ্রী ও পড়াশোনার সামগ্রী দেওয়া হয় সংস্থার তরফে।শালবনীর বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ও এই ফ্যান ক্লাবের সদস্য সন্দীপ সিংহের বিশেষ উদ্যোগে ও জঙ্গলমহল ব্যাকওয়ার্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট ট্রাস্টের সহায়তায় এই অনুষ্ঠানটি ভালুকশোল প্রাথমিক বিদ্যালয়ে সম্পন্ন হয়।

আরও পড়ুন: একাঙ্ক নাটক প্রতিযোগিতার সূচনা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here