নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম দিন। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর পশ্চিম চক্রের অন্তর্গত বৈতাল পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের নিয়ে কথা, নাচ, আবৃত্তি ও মাল্যদান সহ নানা বিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্রোহী কবির জন্ম বার্ষিকী মহাসমারহে পালিত হল।
সকাল সাতটা ত্রিশ মিনিটে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শুরু হয়। প্রথমে শিশু সংসদের শিক্ষা ও পরিবেশ মন্ত্রী অভিষেক দাস বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ফটোতে মাল্যদান করে।এর পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় পান্ডা নজরুল কি ভাবে একটি দরিদ্র মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করে দারিদ্রতার সাথে সংগ্রাম করে বাংলা দেশের জাতীয় কবি হয়ে ওঠেন তা শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন।
এরপরে শিশু সংসদের প্রধানমন্ত্রী উজ্জ্বল নাথ ছোটো দুখু মিয়া কি ভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বিদ্রোহী কবি আখ্যায়িত হন,সে তার সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরে।
আরও পড়ুনঃ হিলি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে প্রথম রক্তদান শিবির
এরপরে শিক্ষার্থীদের নজরুল সঙ্গীতে নৃত্য ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান এগিয়ে চলে।আবৃত্তির জন্য কবিতা নির্বাচন করা ছিল লিচুচোর, প্রভাতী, খুকি ও কাঠবেড়ালি। গ্রামের অনেক অভিভাবক ও অভিভাবিকারা উপস্থিত ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584