নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার অনন্তপুরে আনন্দম শিশুশিক্ষায়নে রবিবার মহা ধুমধামের সাথে পালিত হল রজত জয়ন্তী বর্ষ। সকাল থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়। এছাড়াও এইদিন প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানো হয় স্কুলের তরফ থেকে।
স্কুলের সেক্রেটারি উৎপল কিশোর অধিকারীর বক্তব্য পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে হস্তশিল্পী এছাড়াও ডিজিটাল ক্লাস করানোর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে আরো উৎসাহ দিতে চাই। এছাড়াও যেসব ছাত্রছাত্রীরা স্কুলে আসছে না তাদের বাড়িতে যে তাদের পরিবারের লোকজন কে বোঝানো সে সমস্ত শিক্ষক দ্বারা করা হচ্ছে।
আরও পড়ুনঃ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সাঁতার, দাবা প্রতিযোগিতা
এছাড়াও সরকারি স্কুল গুলি থেকে পাবলিক স্কুলে বেশি ছাত্র-ছাত্রী হচ্ছে তার কারণ খতিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক কথায় বলা যেতে পারে সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ এবং পড়াশোনা চালিয়ে যেতে চান শিক্ষক-শিক্ষিকারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584