‘সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্যে স্বাস্থ্য দিবস উদযাপন

0
66

নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস।প্রতি বছর সারা পৃথিবী জুড়ে ৭ ই এপ্রিল দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়ে থাকে।বর্তমান সময়ে চলতে থাকা স্বাস্থ্য কেন্দ্রিক নানা রকম সমস্যা মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটিকে উদযাপন করে থাকে।

Celebration of world health day তবে এই দিনটি পালনের পশ্চাতে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট।উইকিপিডিয়া সূত্রে জানা যায় তা হল , জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ১৯৪৬ সালের ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক পরিসরে স্বাস্থ্য বিষয়ে একটি সম্মেলনের চিন্তা ভাবনা শুরু করে।সেই অনুযায়ী ওই বছরই জুন ও জুলাই মাসে জাতি সংঘের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যস্থায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন। এই সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন অনুযায়ী ১৯৪৮ সালের ৭ এপ্রিল দিন টিকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়।সেই থেকে প্রতিবছর ৭ই এপ্রিল দিনটি কে ” বিশ্ব স্বাস্থ্য দিবস ” হিসাবে পালন করা হয়।

প্রতিবছর জাতিসংঘ এই দিনটির উদ্দেশ্যে একটি বিশেষ প্রতিপাদ্য গ্রহণ করে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা’।

আরও পড়ুনঃ বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন ঝাড়গ্রাম নার্সিং স্কুলে

প্রযুক্তির সাথে সাথে বেড়ে চলেছে হাজারো রোগ।শিশু থেকে শুরু করে সমস্ত বয়সের মানুষকেই কাবু করছে সব রকম রোগ।বিভিন্ন পুষ্টিগুণসম্পন্ন প্রাকৃতিক খাদ্যাভাসের মধ্যে থেকে জীবন ধারণে অভ্যস্ত হতে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন সমস্ত শ্রেণীর মানুষদের।তাই সুস্থ থাকার সংকল্প নিয়ে সুশৃংখল জীবন যাপন এর মধ্য দিয়ে এই পৃথিবীকে রোগমুক্ত রাখতে,পৃথিবীর স্বাস্থ্য সুস্থ রাখতে তৎপর হন আপনিও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here