পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের অনুমোদন হওয়ায় অকাল হোলি খলিসামারিতে

0
48

মনিরুল হক, কোচবিহারঃ

দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে খলিসামারিতে। দীর্ঘদিন থেকে আন্দোলন চালিয়ে আসছিল এবং মুখ্যমন্ত্রীর দরবারে গিয়েও দাবিপত্র দিয়েছিল পূণ্যভূমি খলিসামারি পঞ্চানন বর্মা মেমোরিয়াল অ্যান্ড ডেভলপমেন্ট ট্রাস্ট।

Celebration | newsfront.co
অকাল হোলি ৷ নিজস্ব চিত্র

তাদের দাবি ছিল, খলিসামারিতে পঞ্চানন বর্মা জন্মভিটায় পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় এর দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন করতে হবে। অবশেষে খলিসামারিতে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়-এর দ্বিতীয় ক্যাম্পাসের অনুমোদন হওয়ার পর প্রস্তাবিত দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে খুঁটি পোতার সিদ্ধান্ত ঘোষণায় স্থানীয় বাসিন্দারা মেতে উঠলেন।

Rally | newsfront.co
নিজস্ব চিত্র

এবিষয়ে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেব কুমার মুখোপাধ্যায় বলেন, ১১ই ফেব্রুয়ারি প্রস্তাবিত দ্বিতীয় ক্যাম্পাসের জমি হস্তান্তর হওয়ার কথা। তাই পহেলা ফাল্গুন অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে পঞ্চানন বর্মার জন্মদিন উদযাপনের পাশাপাশি খুঁটি পোতা ও সাইনবোর্ড লাগানো হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের খুশি পূণ্যভূমি খলিসামারি পঞ্চানন বর্মা মেমোরিয়াল অ্যান্ড ডেভলপমেন্ট ট্রাস্ট।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে আসছে শুভেন্দু, চলছে জোরকদমে দলীয় প্রস্তুতি

ট্রাস্টের সম্পাদক গিরীন্দ্রনাথ বর্মণ জানান, ‘দীর্ঘদিন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে দাবিতে আন্দোলনে সামিল হওয়া ওই ট্রাস্টের সদস্য সহ স্থানীয় বাসিন্দারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তে খুশি। সেই খুশিতে এদিন ট্রাস্টের তরফে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে আয়োজন করা হয়।’

আরও পড়ুনঃ তপনের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এগিয়ে এল এক স্বেচ্ছাসেবী সংগঠন

বিশিষ্ট প্রাবন্ধিক রাজর্শী বিশ্বাস ও সমাজসেবী তথা শিক্ষক সুশান্ত মহন্ত বলেন, ‘অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। তাই আমরা ভীষণ খুশি। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানাই।’

জানা গেছে, এদিন খুশির খবর খলিসামারিতে পৌঁছতেই স্থানীয় বাসিন্দারা এবং পঞ্চানন অনুরাগীরা আবির খেলে অকাল হোলিতে মেতে ওঠেন, ঢাকঢোল পিটিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। এখন শুধু পহেলা ফাল্গুন দিনটির অপেক্ষায় রয়েছে খলিসামারি বাসিন্দা সহ মাথাভাঙ্গার মানুষ জনেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here