শ্যামল রায়,কালনাঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলা জুড়ে ব্যাপক উন্নয়নমুখী কাজ হয়েছে তাই ভোটারদের কাছে আবেদন উন্নয়ন দেখেই ভোট দিন।বুধবার কালনার বাঘনা পাড়ায় আসন্ন লোকসভা নির্বাচনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার।
পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুনীল কুমার মন্ডল এর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন কালনা ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি প্রণব রায় রাজ্য আদিবাসী তৃণমূল সেলের চেয়ারম্যান দেবু টুডু বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু সহ অনেকে।
এদিন জনসভায় দর্শকের ঢল নেমেছিল।
অভিনেত্রী ইন্দ্রানী হালদার আরো জানিয়েছেন যে বিগত দিন বাম সরকারের আমলে বাংলার উন্নয়ন হয়নি তবে এই সরকারের আমলে গ্রামগঞ্জে প্রচুর রাস্তাঘাট হয়েছে পর্যাপ্ত পানীয় জল সহ সুযোগ সুবিধা পেয়েছেন এবং সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ পেয়ে সাধারণ মানুষ উপকৃত হয়েছেন বলে উল্লেখ করেন ইন্দ্রানী হালদার।
আরও পড়ুনঃ প্রার্থীদের নিয়ে বর্ধমান শহরে মমতার পদযাত্রা
বাংলা আগামী দিন দিল্লিকে পথ দেখাবে।তাই মুখ্যমন্ত্রীর হাত শক্ত করার জন্য তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।এদিনের সভাতে বক্তব্য রাখেন তৃণমূল নেতা প্রণব রায় ও দেবু টুডু সহ তৃণমূল নেতৃবর্গ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584