অন্তত সেপ্টেম্বর মাস পর্যন্ত স্থগিত এনপিআর নবীকরণের জন্য সেন্সাসের প্রথম ধাপের কাজ

0
66

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

জাতীয় নাগরিক পঞ্জী (এনপিআর) নবীকরণের জন্য সেন্সাসের প্রথম ধাপ এবং বিশদ তথ্য সংগ্রহের কাজ অন্তত সেপ্টেম্বর মাস পর্যন্ত স্থগিত করা হল।

NPR
ছবিঃ সংগৃহীত

রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে গত ডিসেম্বর মাসেই রাজ্যগুলিকে জানানো হয়েছিল যে জেলা, উপ-জেলা, তহসিল, তালুক, থানা ইত্যাদির সীমানা ফ্রিজ করার কাজ ২০২২ সালের জুন মাস পর্যন্ত স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, সেন্সাসের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করার একটি পূর্বশর্ত হল অন্তত ৩ মাস আগে থেকে প্রশাসনিক ইউনিটগুলির সীমানা ফ্রিজ করে দেওয়া। অর্থাৎ আরজিআই যদি জুন মাসে সীমানা ফ্রিজ করার বিজ্ঞপ্তি জারি করে সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসের পর থেকে শুরু করা যাবে সেন্সাস সংক্রান্ত কার্যাবলী।

এপর্যন্ত সারা দেশে উপজেলার সংখ্যা ৫৯২৫ থেকে ৬৭৫৪, সংবিধিবদ্ধ শহর ৪০৪১ থেকে ৪৬৫৭, আদমশুমারি শহর ৩৮৯২ থেকে ৫০৫০ রয়েছে। কিন্তু গ্রামগুলির সংখ্যা ২০১১ সালে ছিল ৬৪০৯৩৪ , তা থেকে কমে ৬৩৯০৮৩- এ দাঁড়িয়েছে ২০২১ সালে। এছাড়া ১ জানুয়ারী ২০২০ থেকে ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত রাজ্যগুলিতে নতুন প্রশাসনিক ইউনিট তৈরি করার জন্য নিষেধাজ্ঞা জারি ছিল।

আরও পড়ুনঃ পুরভোটে জমায়েতের ক্ষেত্রে সংখ্যা কমাল কমিশন, সাথে জারি বহু নির্দেশিকা

এরপর অতিমারি জনিত কারণে বেশ কয়েকবার সেন্সাসের প্রথম পর্বের কাজ স্থগিত করে দেয় আরজিআই। তারপরে এটি আবার ৩১ডিসেম্বর, ২০২১ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বাড়ানো হয়। আবার তা বাড়িয়ে ৩০ জুন, ২০২২ করা হল আরজিআই এর তরফে।

আরও পড়ুনঃ কম উপসর্গযুক্ত বা উপসর্গবিহীন করোনা রোগীদের ঘরবন্দি থাকতে হবে ৭ দিন, নয়া নির্দেশিকা কেন্দ্রের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here