শস্য থেকে শৌচালয়, আদমশুমারিতে জানাতে হবে খুঁটিনাটি তথ্য

0
269

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

২০২০-র ১ এপ্রিল থেকেই গোটা দেশে আদমশুমারি গণনার কাজ শুরু হবে। মজার কথা হল, আদমশুমারির ফর্মে যে যে পয়েন্টগুলি রাখা হয়েছে, তাতে ব্যক্তির নাম, পরিবারের সদস্য সংখ্যা জানতে চাওয়া ছাড়াও কিছু উদ্ভট, ব্যক্তিগত প্রশ্ন রাখা হয়েছে, যেগুলির সাথে আদমশুমারি গণনার প্রত্যক্ষ কোনও সম্পর্ক রয়েছে কি না, তা বলা মুশকিল।

census official ask question will seek information | newsfront.co
চিত্র সৌজন্যঃ হিন্দুস্তান টাইমস

জানতে চাওয়া হবে- সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে দানা শস্য হিসাবে কী নেওয়া হয়ে থাকে, পরিবারের কারও ফোন, মোবাইল ফোন, চারচাকা বা ভ্যান অথবা জিপ গাড়ি রয়েছে কি না। পাশাপাশি বাড়ির ভিতরের প্রত্যেকটি জিনিসপত্রের খুঁটিনাটি জানতে চাইবে সরকার।

আরও পড়ুনঃ রঞ্জি ম্যাচ ঘিরে সাজো সাজো বালুরঘাট স্টেডিয়াম

বৃহস্পতিবার রেজিস্ট্রার জেনারল এবং সেনসাস কমিশনারের তরফে একটি নোটিশ জারি করা হয়েছে, যেখানে লেখা রয়েছে সেনসাস অফিসাররা সর্বমোট ৩১ খানা প্রশ্ন পরিবারগুলিকে জিজ্ঞেস করতে পারবেন, যাতে বাড়িতে থাকা প্রত্যেকটি জিনিসপত্রের খুঁটিনাটি তথ্য ফর্মে পূরণ করতে হবে।

আসুন এক নজরে দেখে নেওয়া যাক, ওই আদমশুমারির ফর্মে জানতে চাওয়া তথ্যগুলিঃ

• বাড়িতে ইলেকট্রিক আছে কি না, থাকলে কানেকশন কোথা থেকে নেওয়া।
• বাড়িতে স্নানাগার, শৌচালয় আছে কি না, থাকলে শৌচালয়ের ধরন কিরকম (ইন্ডিয়ান/ওয়েস্টার্ন)।
• জল নিকাশি ব্যবস্থার খুঁটিনাটি তথ্য।
• মূল অন্ন হিসাবে কী খাওয়া হয়, এবং তাকত পরিমাণে মজুত রাখা হয়।
• বাড়িতে কতগুলি ঘর এবং তাঁর মধ্যে কতগুলি ঘরে বাড়ির কর্তার যাতায়াতের স্বাধিকার আছে।
• পানীয় জল হিসাবে কত পরিমাণ জল মজুত রাখা হয়।
• বাড়ির রান্নায় কোন তেল ব্যবহার করা হয়ে থাকে।
• রান্নার কাজে গ্যাস কানেকশন ব্যবহার করা হয়ে থাকলে সেটি এলপিজি না পিএনজি।
• বাড়িতে কেউ টেলিফোন, মোবাইল ফোন ব্যবহার করে থাকেন কি না।
• ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না, থাকলেও ইন্টারনেট পরিষেবা আছে কি না।
• রেডিও বা ট্রানজিস্টার রয়েছে কি না।
• সাইকেল, স্কুটার, মোপেড, বাইক, চারচাকা/ ভ্যান/জিপ রয়েছে কি না।
• বাড়িতে বিবাহিত সদস্য কতজন।

বলা বাহুল্য, এসমস্ত ব্যক্তিগত তথ্য, যা সেনসাসের সাথে সরাসরি ভাবে সম্পর্কিত নয়, তাও সরকারের তরফে জানতে চাইছে সেনসাস অফিসাররা।

আরও পড়ুনঃ ব্রিজ তৈরির আশ্বাস এলাকাবাসীদের, মৃদুলের মুখ চেয়ে অপেক্ষারত তুরতুরির জনসাধারণ

বাড়ির অন্দরমহলের পুঙ্খানুপুঙ্খ তথ্য নোট করা হবে সরকারি খাতাতে। ২০২০-র আদমশুমারি গণনা তথাকথিত কাগজ কলমে না করে একটি মোবাইল অ্যাপে করা হবে। মার্চ থেকেই ধীরে ধীরে এর প্রস্তুতি নেওয়া হবে। তবে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশে এই কাজ একটু দেরী করে অক্টোবরে শুর হবে। আদমশুমারি গণনার কাজ শেষ হলে আসবে এনপিআর প্রক্রিয়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here