রাজ্যের সঙ্গে আর্থিক বিবাদ, কেন্দ্রের কোপে উৎকর্ষ তালিকা থেকে বাদ যাদবপুর

0
79

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

রাজ্যের সঙ্গে অর্থ নিয়ে বিবাদের জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ‘ইন্সটিটিউট অফ এমিনেন্স’ বা উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসির এই সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক’ বলে জানিয়েছেন উপাচার্য সুরঞ্জন দাস। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় এই সিদ্ধান্তকে সরাসরি কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলেই দাবি করেছেন।

Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন যে ইউজিসির তরফে এখনো সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়নি। সরকারিভাবে জানার পরে বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ও ইউজিসিকে চিঠি লিখবেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবত উচ্চ শিক্ষার র‍্যাঙ্কিং-এ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম দশে থেকেছে, কেন্দ্রের এই মনোভাব পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষার পক্ষে অসম্মানজনক, এমনটাই জানিয়েছেন উপাচার্য।

আরও পড়ুনঃ এবার বাতানুকূল কোচ পরিবহন করবে ম্যাগি-চকলেট, নয়া উদ্যোগ রেলের

উল্লেখ্য, উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদার সঙ্গে যে এক হাজার কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছে কেন্দ্র, তার ২৫ শতাংশ রাজ্যকে দিতে হবে। এ প্রসঙ্গে সুরঞ্জনবাবু বলেন যে, দু’বছর আগে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে তৎকালীন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রককে তিনি জানিয়েছিলেন, রাজ্যের যা আর্থিক পরিস্থিতি তাতে এই টাকা দেওয়া অসম্ভব। ১ হাজার কোটির বদলে ৮০০ কোটি টাকা দেওয়া হোক। তার ২৫ শতাংশ যাদবপুর নিজেদের তহবিল থেকেই দেবে। প্রসঙ্গত উল্লেখ্য, উৎকর্ষ তালিকা থেকে নাম বাদ গিয়েছে জামিয়া হামদর্দ বিশ্ববিদ্যালয়েরও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here