ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
বিমান সংস্থাগুলিকে আর্থিক দুর্গতির হাত থেকে বাঁচাতে এবং লকডাউনে অসামরিক বিমান সংস্থাগুলোর ওপর বিধিনিষেধ আরোপের কারণে দেশজুড়ে বিভিন্ন জায়গায় আটকে থাকা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন যাত্রীদের সুবিধার্থে অসামরিক বিমান পরিষেবার ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কিছুটা ছাড় দিতে সম্মতি দিয়েছে কেন্দ্র।
ডিজিসিএ সূত্র জানানো হয়েছে, বিপর্যয় মোকাবিলাসহ, পরিবহন ও কার্গো বিমানগুলিকে ছাড় দেওয়া হয়েছে।উল্লেখ্য, চলতে থাকা লকডাউনের মধ্যে ঘরোয়া বিমান সংস্থাগুলোর ওপর আরোপিত বিভিন্ন বিধিনিষেধের কারণে অর্থনৈতিকভাবে তীব্র সমস্যার সম্মুখীন হয়েছে বিমান সংস্থাগুলি।
Aviation Sector May Escape Lockdown, But Wings Clipped, Say Sources https://t.co/LPUNpDQcSk #NDTVNewsBeeps #COVID19Pandemic pic.twitter.com/fZ7dZHgbJt
— NDTV (@ndtv) April 12, 2020
আর্থিক সঙ্কটের মুখে বহুসংস্থা কর্মী ছাঁটাই করেছে বা কর্মীদের বেতন কমিয়েছে অথবা অনেক ক্ষেত্রে বেতনহীন বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
তার উপর আগাম পূর্ব প্রস্তুতি ছাড়া হঠাৎ লকডাউন ঘোষণার কারণে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়ে রয়েছে জাতীয়-আন্তর্জাতিক বহু যাত্রী। বিভিন্ন অঙ্গরাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সাথে গতকাল পর্যালোচনায় পরে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সিদ্ধান্তে উপনীত হয়েছে বলে সূত্রের খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584