ষষ্ঠবারের বৈঠকে কৃষকদের দুটি দাবী মানল কেন্দ্র

0
90

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

অবশেষে জটমুক্তির দিশা। পাঁচবারের নিষ্ফল বৈঠকের পর ষষ্ঠবার কেন্দ্র ও কৃষক ইউনিয়নের মধ্যেকার বৈঠক কিছুটা হলেও সহমতের ভিত্তিতে শেষ হল। কৃষকদের চার দাবির মধ্যে দু’টি বিষয়ে সহমতে পৌঁছেছে কেন্দ্রীয় সরকার ও আন্দোলনকারীরা। তবে, কৃষি আইন প্রত্যাহার ও এমপিএস নিশ্চিৎকরণ ধারাটি বাতিলের জন্য এ দিনের বৈঠকেও জোর দেয় কৃষক সংগঠনগুলো।

Narendra Singh Tomar | newsfront.co
সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র সিং তোমর। ছবিঃ আইএ এনএস

বিরোধ মিমাংসায় আরও আলোচনা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। আবারও উভয় পক্ষের মধ্যে আগামী বৈঠক হবে ৪ জানুয়ারি।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন, “পরিবেশগত অধ্যাদেশ নিয়ে কৃষকদের বিরোধিতা ছিল। পারলির সঙ্গে অন্তর্ভুক্ত নিয়ে কৃষক সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ছিল। আইন থেকে এই বিষয়টি বাতিলের বিষয়ে উভয়পক্ষই মেনে নিয়েছে।“

আরও পড়ুনঃ বৈঠকের মাঝে লঙ্গরখানার খাবার খেয়ে আন্দোলনরত কৃষকদের বার্তা তিন মন্ত্রীর

এছাড়াও তিনি বলেছেন, “বিদ্যুৎ আইনের সূচনা হলে তাঁদের বিরাট ক্ষতি হবে বলে মনে করেন কৃষকরা। সেচের জন্য রাষ্ট্রপ্রদত্ত বিদ্যুতের ভর্তুকি বজায় রাখার দাবি করেছিল কৃষকদের সংগঠন। তা মেনে নেওয়া হয়েছে।“

বৈঠকে হাজির কৃষক সংগঠনের নেতা কালওয়ান্ত সিং সান্ধু বলেছেন, “এ দিনের আলোচনা মূলত বিদ্যুৎ ও খড় পোড়ানোর উপর সীমাবদ্ধ ছিল। খড় পোড়ানোর আইনে কৃষকদের আর্থিক জরিমানার বিষয়টি বাতিল হবে বলে কথা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। পরবর্তী বৈঠকে এনপিএস গ্য়ারান্টি, তিনটি কৃষি আইন নিয়ে আলোচনা হবে।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here