সরকারি আওতায় না আনলেও কড়া নজরদারি ডিজিটাল মিডিয়ার উপর, নয়া আইন কেন্দ্রের

0
169

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

এবার সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারী কেন্দ্রের, ওটিটি প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে কড়া নিয়ম আনল মোদী সরকার।

RS Prasad | newsfront.co
ছবিঃ এএনআই

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে নতুন নিয়মের কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর

Prakash Javadekar | newsfront.co
ছবিঃ এএনআই

ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে ত্রিস্তরীয় আনছে কেন্দ্রীয় সরকার। তবে ডিজিটাল মিডিয়াগুলিকে এখনই সরকারিভাবে এই আওতায় আনা হচ্ছে না। তবে তাদের কাছ থেকে বেশকিছু তথ্য চাওয়া হবে সরকারের পক্ষ থেকে, কেন্দ্রের চাওয়া তথ্যগুলি জানাতে বাধ্য থাকবে মিডিয়াগুলি।

ওটিটি প্ল্যাটফর্ম এবং ডিজিটাল মিডিয়ার জন্য একটি স্বতন্ত্র কমিটি তৈরি করবে সরকার। তার শীর্ষে থাকবেন সুপ্রিম কোর্ট অথবা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বা সমমর্যাদার কোনও বিচারপতি। ডিজিটাল মিডিয়া বা ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে এই কমিটি সেদিকে নজর রাখবে।

কেন্দ্রের এই নতুন নিয়মে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মের অভিযোগ নিরসনের জন্যও একটি বিভাগ অবশ্যই থাকতে হবে। ওই বিভাগের নেতৃত্বে থাকবেন মুখ্য অভিযোগ আধিকারিক পদমর্যাদার কোনও আধিকারিক।

প্রত্যেক মাসে অভিযোগের রিপোর্ট জমা দিতে হবে। ওই অফিসারকে প্রয়োজনমতো পুলিশ-প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে।

কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ জানান, মহিলাদের আপত্তিকর কোনও ছবি-যৌন উস্কানিমূলক কোনও ছবি বা তথ্য নিয়ে অভিযোগ উঠলে ২৪ ঘণ্টার মধ্যে সেই ছবি বা তথ্য সরিয়ে ফেলতে হবে।

আরও পড়ুনঃ নাড্ডার আলোচনাচক্রে মিঠুনের উপস্থিতির সম্ভাবনা, তুঙ্গে জল্পনা

কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, আগামী তিনমাসের মধ্যে এই নতুন ব্যবস্থা কার্যকর করা হবে। এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হলো, কোনও তথ্য বা ছবির বিরুদ্ধে ভারতের সার্বভৌমত্ব, নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ উঠলে সেই তথ্য প্রথমে কে বা কারা ছড়িয়েছিল তা জানাতে বাধ্য থাকবে সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here