নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিতর্কিত তিন কৃষি আইন নিয়ে বুধবার সংসদে দীর্ঘ আলোচনার পর শাসকদল বিজেপির পক্ষ থেকে বিরোধীদলগুলিকে জানানো হয় যে, এই আন্দোলনকে যেন শাহিনবাগ আন্দোলন না বানান তাঁরা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, সকলেই বলেন যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান চায় সরকার। বিজেপির শীর্ষ নেতৃত্বরা জানান, কৃষি মন্ত্রীকে ফোন করলেই এই সমস্যার সমাধান হবে।
বিজেপির তরফ থেকে রাজ্যসভায় আর্জি রাখা হয় যাতে বিরোধীরা দায়িত্বপূর্ণ আচরণ করেন। কৃষকদের এই অসন্তোষ যেন আরও একটা শাহিনবাগের জন্ম না দেয়। রাজ্যসভায় বিজেপি সদস্য ভুবনেশ্বর কালিতা বলেন, “এই তিনটি গুরুত্বপূর্ণ কৃষি আইনের সুবিধা ১০ কোটিরও বেশি লোক এবং ক্ষুদ্র কৃষকদের কাছে পৌঁছেছে। কৃষকদের অধিকার ও সুযোগ-সুবিধা কোনভাবেই কমেনি। বরং কৃষি আইন সংস্কারের মাধ্যমে সরকার কৃষকদের নতুন অধিকার দিয়েছে। ”
আরও পড়ুনঃ এনআরসি লাগু বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি- সংসদে জানাল কেন্দ্র
মন্ত্রী আরও বলেন যে, সরকার কৃষকদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। এই সমস্যা সমাধানের জন্য কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমর এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল একাধিকবার কৃষকদের সঙ্গে আলোচনা করেছেন। সাংসদ বলেন, “সরকার এই নিয়ে সর্বদা আলোচনা করতে প্রস্তুত তবে আমাদের বন্ধুদের কাছে আমার আবেদন, দয়া করে এটিকে আর শাহিনবাগ বানিয়ে তুলবেন না।”
আরও পড়ুনঃ কৃষক আন্দোলন প্রসঙ্গে সচিনের পাশে সৌরভ ও কুম্বলে
রাজ্যসভার অধিবেশন শুরু পরই কৃষি আইন নিয়ে উত্তাল হয় সভা। বিরোধীরা ৫ ঘন্টার আলোচনা দাবি করেন। রাজ্যসভার বিরোধী সাংসদ গুলাম নবি আজাদ বলেন যে সরকার প্রস্তাব গ্রহণ করেছে এবং বিরোধীরাও চান যে আলোচনা হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584