মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনার কবলে ভারত। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। মৃতের সংখ্যাও কম নয়। প্রতিটি রাজ্যে প্রতিদিন কয়েকশ করে বাড়ছে সংক্রমিত মানুষের সংখ্যা। এমতাবস্থায় করোনা পরীক্ষার জন্য কিট পাওয়া দুষ্কর হয়ে উঠেছিল। তবে মার্চ মাসের তুলনায় দেশে এখন অনেক সহজেই টেস্টিং কিট পাওয়া যাচ্ছে। বিভিন্ন রাজ্যে বেসরকারী পরীক্ষাকেন্দ্রে করোনা পরীক্ষা খরচ ছিল ৪৫০০ টাকা। টেস্টিং কিট সহজলভ্য হওয়ায় এবার সেই খরচ কমাতে রাজ্যগুলিকে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার।
সোমবার রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চের সচিব ডাঃ বলরাম ভার্গব লেখেন, “আগের তুলনায় এখন টেস্টিং কিটের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। সহজেই মিলছে করোনা পরীক্ষার কিট। আপনারা অনেকেই স্থানীয় বাজার থেকে সেই সব কিট কিনতেও পারছেন।
আরও পড়ুনঃ সিএএ বিরোধী আন্দোলন:দুই ‘পিঞ্জড়া তোড়’ মহিলা কর্মী জামিন পাওয়ার পর আবার গ্ৰেফতার
যেহেতু বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। তাই এবার পরীক্ষার যে নির্ধারিত মূল্য ছিল তা কমানো দরকার। আপনারা সকলেই জানেন করোনাকে মহামারী ঘোষণা করা হয়েছে। আর এই মুহুর্তে আইসিএমআর সবসময় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এই অবস্থায় আরটি-পিসিআর কিট পরীক্ষার জন্য সবচেয়ে উপযুক্ত। এখন কিট যথেষ্ট উপলব্ধ তাই ১৭ মার্চ ২০২০-তে উল্লেখিত করোনা পরীক্ষার খরচের উর্ধ্বসীমা ৪৫০০ ছিল, তা কমাতে বলা হচ্ছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584