নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
তিন নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় চলছে কৃষক বিক্ষোভ। কেন্দ্র-আন্দোলনকারী কৃষক সংগঠনগুলোর মধ্যে একাধিক আলোচনাতেও সমস্যার সমাধান হয়নি। তারমধ্যেই কৃষকদের জন্য বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷
দেশের ৯ কোটি কৃষকের জন্য ১৮ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দের ছাড় দিল মোদী সরকার৷ পিএম কিষান (প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি) প্রকল্পের মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ ঢুকবে বলে জানা গিয়েছে।
এদিন ৬ রাজ্যের কৃষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। মোদীর বক্তব্যের আগে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। তিনি অভিযোগ করেন, একমাত্র বাংলা-ই ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প’- এর বিরোধিতা করছে, সে কারণে বাংলার কৃষকরা এই টাকা পাওয়া থেকে বঞ্চিত হলেন।
আরও পড়ুনঃ লকডাউনে পরোপকারী সাংসদ তালিকায় রাহুল-মহুয়া
ইতিমধ্যে, কৃষি আইনের সমর্থনে কিষাণ সেনা-র ব্যানারে বিজেপি কর্মীরা রাস্তায় নামছেন বলে মনে করছেন আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি। তাঁদের বক্তব্য, মোদীর ভাষণও লোক দেখানো এবং কৃষকদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা।
প্রধানমন্ত্রীর ভাষণ ব্যাপকভাবে প্রচারের জন্য, ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির। বড়দিনে কৃষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনতে কোনও না-কোনও জমায়েতে উপস্থিত থাকতে হবে, জারি করা হয়েছে নির্দেশ। প্রতিটি ব্লকে কৃষক, আমজনতাকে জমা করে বড় স্ক্রিন লাগিয়ে প্রধানমন্ত্রীর বক্তৃতা প্রচারের পরিকল্পনা ইতিমধ্যেই সেরে ফেলেছে বিজেপি নেতা কর্মীরা।
আরও পড়ুনঃ আরও চাপে মোদী সরকার, বিক্ষোভকারী কৃষকদের সমর্থনে পম্পেওকে চিঠি মার্কিন আইন প্রণেতাদের
বিজেপি সূত্রের খবর, ১৯ হাজার জমায়েত স্থল ঠিক হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শুধুমাত্র উত্তরপ্রদেশেই ৩ হাজার জমায়েতস্থল নির্দিষ্ট হয়েছে। বিজেপি নেতাদের দাবি, এই জমায়েত ও কৃষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা থেকেই স্পষ্ট হয়ে যাবে, দিল্লির সীমানায় আন্দোলন চললেও দেশের অধিকাংশ কৃষকেরা আসলে মোদী সরকারের সঙ্গেই রয়েছে। বৃহস্পতিবার কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর কিষান সেনা নামে একটি সংগঠনের আন্দাজ কুড়ি জন সদস্যের সঙ্গে বৈঠক করেন।
আরও পড়ুনঃ নীতীশের ঘর ভাঙল বিজেপি, ছয় জেডিইউ বিধায়ক বিজেপিতে
জানা গিয়েছে,সেখানে কৃষিমন্ত্রী বলেন, আন্দোলন যেমন চলছে সেরকমই চলবে,তা সামলেও নেওয়া যাবে। পাশাপাশি,প্রধানমন্ত্রীর বক্তৃতার আগে বৃহস্পতিবার কৃষি মন্ত্রকের যুগ্মসচিব বিবেক আগরওয়াল কৃষক সংগঠনগুলিকে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছেন, আন্দোলকারীরা কৃষকরা কবে আলোচনায় বসতে চান।
কিন্তু তিন কৃষি আইন প্রত্যাহার ও ফসলের দামের আইনি গ্যারান্টির মতো কৃষকদের দাবি নিয়ে ওই চিঠিতে নতুন কোনও প্রস্তাব নেই। বরং কৃষকদের তরফে ‘যুক্তিপূর্ণ’ সমাধানের প্রস্তাব আশা করা হচ্ছে বলেই দাবি করেছে কেন্দ্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584