মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
আগেই চালু হয়েছে ‘প্রধানমন্ত্রী পোষণ’ প্রকল্প। এবার এই প্রকল্পে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। আগামী পাঁচ বছরের জন্য এই প্রকল্প চালু করা হচ্ছে। ‘প্রধানমন্ত্রী পোষণ’ প্রকল্পের মাধ্যমে দেশে ১১ লক্ষ ২০ হাজারেরও বেশি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়াদের পুষ্টিকর মিড-ডে মিল দেওয়া হবে। এই প্রকল্পের জন্য ১ লক্ষ ৩১ হাজার কোটি টাকা খরচ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের মন্ত্রীসভায়।
এদিন সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, আগামী পাঁচ বছর অর্থাৎ ২০২১-২২ থেকে ২০২৫-২৬ পর্যন্ত ‘প্রধানমন্ত্রী পোষণ’ প্রকল্পটি চলবে। এর জন্য কেন্দ্র খরচ করবে ৫৪,০৬১.৭৩ কোটি টাকা। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি খরচ করবে ৩১,৭৩৩.১৭ কোটি টাকা। তিনি আরও জানিয়েছেন, এই খরচ ছাড়াও মিড-ডে মিলের জন্য পৃথকভাবে খাবার কিনতে ৪৫ হাজার কোটি টাকা খরচ করবে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুনঃ ক্যাম্পাস খোলার দাবিতে নবান্ন অভিযান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের
আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। এই বৈঠকে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে খোঁজখবর নেন। আর সেইসময়ই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা নিমচ-রতলাম এলাকায় রেলের ডবল লাইনের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। অনুমান করা হচ্ছে যে, এই কাজে খরচ হবে ১ হাজার ৯৬ কোটি টাকা।
আরও পড়ুনঃ থাকবে না সংখ্যালঘু মর্যাদার নামে শিক্ষা প্রতিষ্ঠানে বিভাজন
শুধু তাই নয়, রাজকোট থেকে কানালুস পর্যন্তও ডবল লাইনের কাজ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজটি সম্পন্ন করতে কেন্দ্রের প্রায় ১ হাজার ৮০ কোটি টাকা খরচ হতে পারে বলে জানান অনুরাগ ঠাকুর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584