নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
এখনই দুই থেকে ১৭ বছর বয়সিদের উপর সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া’র কোভোভ্যাক্স টিকার ট্রায়ালের অনুমতি দিল না কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞ কমিটি। কমিটি জানিয়েছে এখনো কোন দেশ এই টিকাকে মান্যতা দেয়নি। সেরামকে নির্দেশ দেওয়া হয়েছে আগে ১৮ বছরের ঊর্ধ্বদের ক্ষেত্রে টিকার ট্রায়ালের প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে, তা আগে বিশ্লেষণ করবে কেন্দ্রীয় বিশেষজ্ঞ কমিটি। ফলত শিশুদের টিকার ক্ষেত্রে আপাতত বড়সড় ধাক্কা খেলো সেরাম।
দুই থেকে ১১ বছর বয়সি ৪৬০ জন ও ১২ থেকে ১৭ বছর বয়সি ৪৬০ জনের উপর কোভোভ্যাক্সের ট্রায়াল করার অনুমতি চেয়ে ডিসিজিআই-এর কাছে সোমবার আবেদন করে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।
আরও পড়ুনঃ সাধারণ মানুষের ওপর থেকে ট্যাক্সের বোঝা কমিয়েছে জিএসটি, টুইট কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এখনই সেই অনুমতি দেয়নি কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি। পরবর্তীতে যদি কোভোভ্যাক্সকে ট্রায়ালের অনুমতি দেয় কেন্দ্র, তাহলে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও জাইডাস ক্যাডিলার জাইকভ ডি-র পরে তৃতীয় টিকা হিসাবে শিশুদের শরীরে ট্রায়াল হবে কোভোভ্যাক্সের।
আরও পড়ুনঃ ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী, জেনে নিন কিভাবে আবেদন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584