নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
হোয়াটস অ্যাপ নিয়ে এবার আদালতে অভিযোগ তুলল কেন্দ্র। সোমবার দিল্লি হাইকোর্টে হোয়াটস অ্যাপের বিরুদ্ধে কেন্দ্রের অভিযোগ, তথ্যসুরক্ষা নিয়ে ইউরোপিয়ান ও ভারতীয় গ্রাহকদের সঙ্গে আলাদা আলাদা অবস্থান নিচ্ছে হোয়াটস অ্যাপ। কিন্তু তার উত্তরে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছে, প্রাইভেসি পলিসি নিয়ে কেন্দ্র যে জবাব চেয়েছিল, তা তারা জানিয়েছে। কিন্তু কেন্দ্রের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তাদের।
গ্রাহকদের তথ্য নিয়ে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষের এই অবস্থানে আপত্তি তুলেছে কেন্দ্র। তবে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, কেন্দ্রের প্রশ্নের উত্তর দেবে কর্তৃপক্ষ। কিন্তু ভুল তথ্য পরিবেশিত হচ্ছে প্রাইভেসি পলিসি নিয়ে। বিচারপতি সঞ্জবী সচদেবা এই মামলায় ফের ১ মার্চ শুনানির দিন ধার্য করেছেন। তার মধ্যে কেন্দ্রকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ লকডাউনে ভারতীয় কোটিপতিদের আয় বেড়েছে ৩৫ শতাংশ, কর্মচ্যুত দেড় লক্ষাধিকঃ অক্সফ্যাম রিপোর্ট
সোমবার দিল্লি হাইকোর্টে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা জানিয়েছেন, হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষকে একাধিক প্রশ্নের তালিকা পাঠিয়েছে কেন্দ্র। কেন্দ্রের দাবি, ইউরোপিয়ান গ্রাহকদের জন্য প্রাইভেসি পলিসি এবং ভারতীয়দের জন্য প্রাইভেসি পলিসিতে বিস্তর ফারাক।
ইউরোপিয়ান ইউজারদের তথ্য কখনও ফেসবুক ব্যবহার করতে পারে না। কিন্তু ভারতীয় ইউজারদের জন্য এমন কোনও ব্যবস্থা রাখেনি প্রাইভেসি পলিসিতে। কেন ভারতীয়দের তথ্য নিয়ে এমনটা করছে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584