নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ভোট শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে ভোটারদের প্রভাবিত করার। একই অভিযোগ আবার উঠে এলো মুর্শিদাবাদের সুতিতে। সুতির ১৬৮ নম্বর বুথে অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহনী ভোটারদের বলে দিচ্ছে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য না হলে মারধরের হুমকি দিচ্ছে তারা।

মুর্শিদাবাদের খুবই কম কয়েকটি আসন বিজেপি জিতবে বলে আশা করে আছে নেতৃত্ব, সুতি তার মধ্যে অন্যতম। এখানে তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাস, কংগ্রেস প্রার্থী গতবারের বিধায়ক হুমায়ুন রেজা, নির্দল প্রার্থী মইদুল ইসলামের বিরুদ্ধে রয়েছেন বিজেপির তরুণ মুখ কৌশিক দাস।
১৬৮ নম্বর বুথের ভোটাররা প্রকাশ্যে অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় বাহিনী টহল দেওয়ার সময়েও বাড়িতে ঢুকে ভয় দেখিয়েছেন যে বিজেপিকে ভোট না দিলে তাঁদের মারধর করা হবে। ফলত এলাকার মানুষের অনেকেই বুথে যেতেই ভয় পাচ্ছেন। এদের মধ্যে যেমন তৃণমূল কর্মীরা আছেন তেমনি একটা বড় অংশ রয়েছেন সাধারণ ভোটার যারা কোন দল প্রত্যক্ষভাবে করেন না। তাদের অভিযোগ বাহিনীর বিরুদ্ধে।
আরও পড়ুনঃ প্রয়াত মুর্শিদাবাদ তৃণমূলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সাগির হোসেন
অন্যদিকে রাণীনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মসুহারা খাতুনকে এলাকায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে এলাকার তৃণমূল কর্মীরা। বিক্ষিপ্ত গন্ডগোলের খবর এসেছে মুর্শিদাবাদের অন্যান্য জায়গা থেকেও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584