দ্বিতীয় দফার ভোটে আত্মরক্ষার্থে গুলি চালানোর ফ্রি হ্যান্ড কেন্দ্রীয় বাহিনীকে

0
104

শুভশ্রী মৈত্র, কলকাতাঃ

রাজ্যে দ্বিতীয় দফায় ৩০ বিধানসভা আসনে ভোট এপ্রিল মাসের ১ তারিখে। রাজ্যে দ্বিতীয় দফায় ৩০ আসনের মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্র নন্দীগ্রাম। এই আসনে মুখোমুখি লড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।

central forces | newsfront.co

এদিকে দ্বিতীয় দফার ভোটে ৬ কেন্দ্রে লাল সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করেছে নির্বাচন কমিশন। এই ৬টি কেন্দ্রের মধ্যে রয়েছে নন্দীগ্রামের নামও। পাশাপাশি আরও একটি নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রেড অ্যালার্ট জারি করে গুলি চালাতেও এবার কেন্দ্রীয় বাহিনীকে অনুমতি দিল কমিশন।

কেন্দ্রীয় বাহিনীকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার অর্থাৎ গুলি চালানোর অনুমতি দেওয়া হল এবার! নির্বাচন কমিশনের নজিরবিহীন এই নির্দেশে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। প্রথম দফা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের পটাশপুর কেন্দ্রে প্রতিরোধের মুখে পড়ে বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে বাধা দেওয়ার ঘটনায় অসন্তুষ্ট কমিশন তারপরেই আত্মরক্ষার স্বার্থে কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর অনুমতি দিয়েছে । বলা হয়েছে জওয়ানরা যদি আক্রান্ত হন তাহলে প্রয়োজনে তাঁরা আগ্নেয়াস্ত্র ব্যাবহার করতে পারেন।

আরও পড়ুনঃ বিজেপি ক্ষমতায় এলে সরকার চালাবেন তিনি এবং দিলীপ ঘোষ, দাবি শুভেন্দু অধিকারীর

স্বাধীনতা পরবর্তী নির্বাচনে এহেন নজির খুঁজে পাওয়া যায়নি। অনেকের মতে, কমিশনের এই সিদ্ধান্ত ভয়ের সঞ্চার ঘটাতে পারে ভোটার তথা সাধারণ বাসিন্দাদের মনেও। পাশাপাশি নির্বাচন কমিশন জানিয়েছে দ্বিতীয় দফায় পূর্ব মেদিনীপুরের ৯টি আসনের জন্য ১৯৮ কোম্পানি, পশ্চিম মেদিনীপুরের ৯টি আসনের জন্য ১৯৮ কোম্পানি, বাঁকুড়ার ৮ টি আসনের জন্য ১৬১ কোম্পানি এবং দক্ষিণ চব্বিশ পরগনার ৪টি আসনের জন্য ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যে দ্বিতীয় দফার ভোটে থাকছে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

রেড অ্যালার্ট জারি করা কেন্দ্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সূর্যকান্ত মিশ্রের প্রাক্তন কেন্দ্র নারায়ণ গড়। এছাড়াও রেড অ্যালার্ট জারি থাকা কেন্দ্রের তালিকায় প্রথমেই রয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র। ওই আসনে জেতার জন্য লড়াইয়ে নেমেছেন ৬ জন। তার মধ্যে চার জনের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে। ওই চার জন হলেন বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিআই ও নির্দল প্রার্থী। পাঁশকুড়া পূর্ব আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৩ জনই ফৌজদারি মামলায় অভিযুক্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here