পুজোর পরই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, কড়া নিরাপত্তায় চার কেন্দ্রের উপনির্বাচন

0
71

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

পুজো শেষ হলেই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আর সেই কারণেই পুজোর মধ্যে রাজ্যে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। দিনহাটা, শান্তিপুর, খড়দহ, ও গোসবা কেন্দ্রের জন্য আপাতত মোট ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ১৩ অক্টোবরের আগেই আসবে তারা। ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থাকবে বিএসএফের ৯ কোম্পানি, সিআরপিএফের ৮ কোম্পানি, থাকবে সিআইএস‌এফ ও এস‌এসবি’র ৫ কোম্পানি। পরে প্রয়োজনে ওই চার বিধানসভা কেন্দ্রে বাড়তি বাহিনী মোতায়েন করা হতে পারে বলেও সূত্রের খবর।

Central force
প্রতীকী চিত্র

আগামী ৩০ অক্টোবর পশ্চিমবঙ্গে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ভোট হবে কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগনার খড়দহ এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। ফল প্রকাশ ২ নভেম্বর।

পশ্চিমবঙ্গের যে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, সেই কেন্দ্রগুলির মধ্যে খড়দহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল সিনহা ভোটের ফলপ্রকাশের আগের দিনই প্রয়াত হন। ফলে ওই কেন্দ্রে ৬ মাসের মেয়াদ শেষ হবে ১ নভেম্বর।

অন্যদিকে, ভোটে জয়ী হওয়া স্বত্ত্বেও ১২ মে বিজেপির দুই সাংসদ জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিক বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তাঁদের বিধানসভা কেন্দ্র শান্তিপুর ও দিনহাটার মেয়াদ শেষ হবে ১১ নভেম্বর। গোসাবা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের জয়ন্ত নস্কর। কিন্তু গত ১৯ জুন মৃত্যু হয় এই তৃণমূল বিধায়কের। তাই আপাতত ওই কেন্দ্রে বিধায়ক পদশূণ্য। গোসাবার মেয়াদ শেষ হবৈ ১৮ ডিসেম্বর। সেই কারণেই উপনির্বাচন হচ্ছে রাজ্যের এই চার কেন্দ্রে।

আরও পড়ুনঃ নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসার মামলায় ৩ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশীট পেশ CBI-এর

খড়দহে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসাবে জয় সাহা-কে প্রার্থী করেছে বিজেপি। এই কেন্দ্রে লড়ছেন সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাসও। শান্তিপুরে তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর বিপরীতে প্রার্থী হিসাবে নিরঞ্জন বিশ্বাসের নাম ঘোষণা করেছে পদ্ম শিবির। এই কেন্দ্রে সিপিএমের প্রার্থী সৌমেন মাহাতো।

আরও পড়ুনঃ “বন্ধ করুন রাজনৈতিক ঝগড়া“, বিধানসভার অধ্যক্ষের কেন্দ্রীয় এজেন্সিকে তলবের মামলায় মন্তব্য আদালতের

কোচবিহারের দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহ-র বিপরীতে লড়বেন বিজেপির অশোক মণ্ডল, দাস। এছাড়াও এই কেন্দ্রে লড়বেন ফরওয়ার্ড ব্লকের আব্দুর রউফ। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের বিপরীতে পলাশ রানাকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। এই কেন্দ্রে লড়বেন আরএসপির প্রার্থী অনিল চন্দ্র মণ্ডলও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here