নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
শীতলকুচি কাণ্ডের পরে কমিশন বিশেষ নির্দেশ দেয় বাহিনীকে, যাতে গুলি না চালানো হয়। কিন্তু তা সত্বেও কেন গুলি চালালো বাহিনী তার রিপোর্ট তলব করেছে কমিশন।
রাজ্যে চতুর্থ দফার ভোটে শীতলকুচিতে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী, প্রাণ যায় ৪জন সাধারণ মানুষের। সে ঘটনা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। এরপরে নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশ দেয় ‘বুথের ২০০মিটারের মধ্যে কোন জটলা বা জমায়েত হলেও যাতে বাহিনী গুলি না চালায়। প্রয়োজনে ফৌজদারি আইনে ১৫১ বা ১৮৮ ধারায় তাদের গ্রেপ্তার করতে হবে।’ তারপরেও ৫ম দফার ভোটে বাহিনী ফের গুলি চালায় যদিও কেউ হতাহত হননি।
আরও পড়ুনঃ রামমন্দির নির্মাণ তহবিলে অনুদান দেওয়া ১৫০০০-র বেশি চেক বাউন্স, সম্মিলিত অংক প্রায় ২২কোটি
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শূন্যে গুলি চালায় বাহিনী, এবং তা অস্বীকার করা হয় বাহিনীর তরফে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চাকলা পঞ্চায়েতের ২১৫ বুথে ঘটেছে এই ঘটনা। এলাকার কুরুলগাছা মাঠে বসেছিলেন পাঁচ ছয়জন। তাদের তাড়া করে বাহিনী এবং শূন্যে গুলি চালায়। এরপর গুলির খোল নিয়ে চলে যায় তারা।
এই ঘটনায় এক বিএসএফ জওয়ান বলেন, কোনো গুলি চলেনি বা গুলির আওয়াজও কেউ শোনেনি। তবে নির্বাচন কমিশন ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584