পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
ইসলামপুর বিধানসভা উপনির্বাচনে আগামীকাল রবিবার ভোটগ্রহণের জন্য ইতিমধ্যেই ইসলামপুর কলেজ ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে ভোটকর্মীরা রওনা দেওয়া শুরু করেছেন।
ইসলামপুর বিধানসভার পুরুষ ১০৭২৫৫ জন, মহিলা ৯৬৬৩৪ জন এবং অন্যান্য ২ জন মিলিয়ে মোট ২০৩৮৯১ জন ভোটারের জন্য ২১৭টি ভোটগ্রহণ কেন্দ্রে ৮৬৮ জন ভোটকর্মী নিযুক্ত থাকবেন বলে ইসলামপুর মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
এছাড়াও এবার মডেল বুথ ও মহিলা ভোটকর্মী বুথ না থাকলেও ৩৯টি বুথকে ক্রিটিক্যাল বুথ চিহ্নিত করেছে মহকুমা প্রশাসন। সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে ইসলামপুর মহকুমা পুলিশ সূত্রে জানা গিয়েছে। পর্যাপ্ত রাজ্য পুলিশের পাশাপাশি ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে ইসলামপুর বিধানসভা উপনির্বাচনে।কেন্দ্রীয় বাহিনী দ্বারা পরিচালিত ৫টি কুইক রেসপন্স টিম থাকবে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুনঃ আইনজীবীদের কর্মবিরতির জেরে চরম হয়রানির শিকার বিচার প্রার্থীরা
এছাড়াও এক মাসের মধ্যে দুবার ভোটের ডিউটি আসা অধিকাংশই ভোটকর্মী আগামীতে তাঁদেরকে এই ভোটের ডিউটি থেকে অব্যাহতি চেয়েছেন। অনেকে ভয়ভীত অনেকে আবার উৎসবের মরসুম বলে জানালেন ভোটকর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584