নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শুক্রবার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার বিধাননগরে এসে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনীর এক কোম্পানি।
এদিন বিকাল ৪টা নাগাদ বিধাননগরের মুরলীগঞ্জ হাই স্কুলে আশ্রয় নেয় জওয়ানরা। এদিন থেকে এলাকায় শুরু হতে পারে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে আট দফায় ভোট পরিচালিত হবে।
আগামী ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত তা চলবে। ২রা মে নির্বাচনের ফলাফল। দার্জিলিং জেলায় ১৭ এপ্রিলে ভোট।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে ভোট দু’দফায়, জারি হল নির্দেশিকা
স্বভাবতই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা চরম ব্যস্ততায়। গোষ্ঠী দ্বন্দ্ব, ভোটারদের ভীতি দূর করতে এলাকার অলিগলিতে চলবে কেন্দ্র ও রাজ্য বাহিনীর রুট মার্চ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584