নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
কোভিড পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকার প্রয়োজনীয় সবরকম চেষ্টা চালাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, এমনটাই জানালো সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এম আর শাহের বেঞ্চ। দিল্লির অক্সিজেন ঘাটতি প্রসঙ্গে দিল্লি হাইকোর্টের আদালত অবমাননার নির্দেশে কিছুটা অস্বস্তিতে পড়ে কেন্দ্র।
দিল্লিতে প্রয়োজনীয় অক্সিজেন জোগাতে ব্যর্থ সরকারি আধিকারিকদের জেলে ভরা উচিত, পর্যবেক্ষণে বলে দিল্লি হাইকোর্ট। আজ সুপ্রিম কোর্ট বলে, সরকারি অফিসারদের জেলে ভরলে তো অক্সিজেন মিলবে না!তবে অক্সিজেনের চাহিদা ও তার সরবরাহ বিষয়টি কেন্দ্রের নজরে থাকা উচিত জানায় সুপ্রিম কোর্ট।
আরও পড়ুনঃ লখনৌয়ে অক্সিজেন প্লান্ট বিস্ফোরণে মৃত ২, গুরুতর আহত ৬
পাশাপাশি আদালত এও বলে যে, ভবিষ্যতেও এই ধরণের পর্যবেক্ষণ জানাতে পারবে দিল্লি হাইকোর্ট। উল্লেখ্য, দিল্লি হাইকোর্টের এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র। শুনানিতে কেন্দ্র জানায় দিল্লিকে অক্সিজেন দেওয়ার পরিমাণ ৫৯০ মেট্রিক টন পর্যন্ত বাড়াতে পারবে তারা তবে ৫৫০ মেট্রিক টন অক্সিজেন জোগান দিলেই সমস্যা মিটবে দিল্লির।
এ প্রসঙ্গে আদালত বলেছে ৭০০ মেট্রিক টন অক্সিজেন দিল্লিকে দিতে হবে, এ বিষয়ে মুম্বাই মডেল অনুসরণ করা যেতে পারে কিনা তাও কেন্দ্রকে ভেবে দেখার কথা বলে আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584