ডিজিটাল সংবাদ মাধ্যমের জন্য পৃথক নিয়ন্ত্রক সংস্থা তৈরির আবেদন কেন্দ্রের

0
102

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ডিজিটাল সংবাদ মাধ্যমের জন্য পৃথক নিয়ন্ত্রক সংস্থার আবেদন জানাল কেন্দ্রীয় সরকার। বৈদ্যুতিন ও প্রিন্ট সংবাদ মাধ্যমের মতো বিশেষ শর্তাবলী প্রযোজ্য হওয়া প্রয়োজন ডিজিটাল মাধ্যমের জন্যও।

news update | newsfront.co
প্রতীকী চিত্র

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, শিল্প ও অন্তর্বর্তী বাণিজ্য বিকাশ দপ্তরের সিদ্ধান্তের উপরে ভিত্তি করে সরকারি অনুমোদন সাপেক্ষে ২৬% বিদেশি খুচরো বিনিয়োগের অনুমতি দেওয়া হয়েছে ডিজিটাল সংবাদমাধ্যমে। সাম্প্রতিক ঘটনা এবং সংবাদ আপলোড বা স্ট্রিমিংয়ের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে এই বিনিয়োগ প্রযোজ্য হবে। সেক্ষেত্রে, অন্য দুই সংবাদমাধ্যমের মতো ভবিষ্যতে বিশেষ সুবিধা পেতে হলে একটি বিশেষ নিয়ন্ত্রক সংস্থা গঠন করা প্রয়োজন।

আরও পড়ুনঃ প্রকাশিত নিট ২০২০-এর ফলাফল; ইতিহাস গড়ে প্রথম ওড়িশার ছাত্র শোয়াইব আফতাব

যেসব সুবিধা ডিজিটাল সংবাদমাধ্যমের কর্মীদের দেওয়া হবে তার মধ্যে থাকছে সাংবাদিক, আলোকচিত্রী ও ভিডিয়োগ্রাফারদের জন্য প্রেস ইনফর্মেশন ব্যুরো দ্বারা অনুমোদিত অ্যাক্রেডিটেশন কার্ড, যার সাহায্যে তাঁরা হাতে-কলমে তথ্য সংগ্রহ করতে পারবেন। এছাড়া, পিআইবি অনুমোদিত অ্যাক্রেডিটেশন কার্ড থাকলে সিজিএইচএস-এর আওতায় থাকার অনান্য সুবিধা এবং রেল ভাড়ায় ছাড়ের সুবিধাও পাবেন এই কর্মীরা। অ্যাক্রেডিটেশন কার্ডধারী ব্যুরো অফ আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন-এর (BOC) মাধ্যমে ডিজিটাল বিজ্ঞাপন দেওয়ার সুবিধাও পাওয়া যাবে।

আরও পড়ুনঃ মীরা কুমারের পেজ ব্লক, খতিয়ে দেখার আশ্বাস ফেসবুকের

মন্ত্রকের তরফে আরও বলা হয় প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া বা নিউজ ব্রডকাস্টার্স স্ট্যান্ডার্ডস অথরিটির মতোই ডিজিটাল সংবাদমাধ্যমের জন্যও আলাদা একটি নিয়ন্ত্রক সংস্থা তৈরি করা প্রয়োজন হয়ে পড়েছে।

ছাপা সংবাদমাধ্যমের ক্ষেত্রে নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়টির দায়িত্বে আছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এবং বৈদ্যুতিন সংবাদমাধ্যমের ক্ষেত্রে দায়িত্বে আছে নিউজ ব্রডকাস্টার্স স্ট্যান্ডার্ডস অথরিটির (NBSA) ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here